পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

গোল করার পর আংটিতে চুমু খেয়ে স্ত্রীকে সম্মান জানান রয় কৃষ্ণা - ATK Mohun Bagan

ডার্বি জয়ের স্বাদ ইতিমধ্যে পেয়ে গিয়েছেন রয় কৃষ্ণা । গোল করে নায়কও হয়েছেন । এবার সামনে ফিরতি ডার্বি । ফের গোলের দাবি রয় কৃষ্ণার কাছে । এদিকে প্রথমবার ডার্বিতে খেলার আশায় উত্তেজিত মার্সেলিনহো ।

গোল করার পর আংটিতে চুমু খেয়ে স্ত্রীকে সম্মান জানান রয় কৃষ্ণা
গোল করার পর আংটিতে চুমু খেয়ে স্ত্রীকে সম্মান জানান রয় কৃষ্ণা

By

Published : Feb 17, 2021, 8:06 PM IST

কলকাতা, 17 ফেব্রুয়ারি : ডার্বি জয়ের স্বাদ ইতিমধ্যে পেয়ে গিয়েছেন রয় কৃষ্ণা । গোল করে নায়কও হয়েছেন । চলতি আইএসএলে এটিকে মোহনবাগানের সাফল্যের অন্যতম কারণ ফিজির স্ট্রাইকারের স্কোরিং বুট । ইতিমধ্যে 13টি গোল করে ফেলেছেন । শীর্ষ গোলদাতার দৌড়ে রয়েছেন ।

এবার সামনে ফিরতি ডার্বি । ফের গোলের দাবি রয় কৃষ্ণার কাছে । শুক্রবারের বড় ম্যাচ নিয়ে বলতে গিয়ে আন্তেনিও লোপেজ হাবাসের এক নম্বর স্ট্রাইকার বলছেন, "লিগ শীর্ষে থাকলেও আত্মতুষ্টির জায়গা নেই । বর্তমান প্রেক্ষাপটে আমাদের কাছে প্রতিটি ম্যাচ নক আউট ম্যাচ । শুক্রবারের ডার্বিকে ফাইনাল ধরেই খেলতে নামব ।"

প্রতিপক্ষ এসসি ইস্টবেঙ্গল যে এখন বদলে যাওয়া দল, তা মানছেন তিনি । "প্রথম পর্বের তুলনায় ইস্টবেঙ্গল এখন অনেক শক্তিশালী । জানুয়ারিতে দলবদলের দ্বিতীয় উইনডোতে বেশ কয়েকজন নতুন ফুটবলারকে দলে নিয়ে শক্তি বাড়িয়েছে ওরা । ওদের রক্ষণভাগ এখন ভালো খেলছে । তাই আমাদের সামনে কঠিন চ্যালেঞ্জ । যা শীর্ষে থাকার জন্য আমাদের জিততেই হবে," দৃঢ়প্রতিজ্ঞ শোনায় নাম্বার টোয়েন্টি ওয়ানের গলা ।

গোল করার পরে বাঁহাতের আংটিতে চুম্বন করেন ফিজি থেকে খেলতে আসা এই গোল মেশিন । তাঁর এই সেলিব্রেশনের কারণ জানতে অনেকেই আগ্রহী । আইএসএলের দ্বিতীয় ডার্বির আগে সেই রহস্য ভাঙলেন রয় কৃষ্ণ । বললেন, "আমার স্ত্রীর দেওয়া আংটি বাঁহাতের আঙুলে রয়েছে । ওটা আমার প্রেরণা । ফিজিতে থেকেও আমার জন্য অনেক ত্যাগ স্বীকার করেছে আমার স্ত্রী । আমার ভালো খেলার অনুপ্রেরণা । তাই প্রতিবার গোল করার পরে আংটিতে চুমু খেয়ে স্ত্রীকে সম্মান জানাই ৷"

আরও পড়ুন :তাঁরা নয়, চাপে ইস্টবেঙ্গল, বলছে আত্মবিশ্বাসী সবুজ-মেরুন ব্রিগেড

প্রথমবার ডার্বিতে খেলার আশায় উত্তেজিত মার্সেলিনহো । এই ম্যাচের পরিবেশ এবং দর্শক উন্মাদনার ছবি তিনি দেখেছেন । তবে বিভিন্ন দেশে ডার্বি খেলার অভিজ্ঞতা থাকলেও ভারতের মাটিতে তা নতুন ।গোল করার বার্তায় তার ফোনের ইনবক্স ভরে গিয়েছে । সতীর্থরা ডার্বি জয়ের আনন্দ উত্তেজনার কথা ব্রাজিলিয়ান ফুটবলারকে বলেছেন । আর সেখান থেকেই ডার্বিতে গোল পাওয়ার জন্য তৈরি হচ্ছেন মার্সেলিনহো ।

ABOUT THE AUTHOR

...view details