কলকাতা, 17 ফেব্রুয়ারি : ডার্বি জয়ের স্বাদ ইতিমধ্যে পেয়ে গিয়েছেন রয় কৃষ্ণা । গোল করে নায়কও হয়েছেন । চলতি আইএসএলে এটিকে মোহনবাগানের সাফল্যের অন্যতম কারণ ফিজির স্ট্রাইকারের স্কোরিং বুট । ইতিমধ্যে 13টি গোল করে ফেলেছেন । শীর্ষ গোলদাতার দৌড়ে রয়েছেন ।
এবার সামনে ফিরতি ডার্বি । ফের গোলের দাবি রয় কৃষ্ণার কাছে । শুক্রবারের বড় ম্যাচ নিয়ে বলতে গিয়ে আন্তেনিও লোপেজ হাবাসের এক নম্বর স্ট্রাইকার বলছেন, "লিগ শীর্ষে থাকলেও আত্মতুষ্টির জায়গা নেই । বর্তমান প্রেক্ষাপটে আমাদের কাছে প্রতিটি ম্যাচ নক আউট ম্যাচ । শুক্রবারের ডার্বিকে ফাইনাল ধরেই খেলতে নামব ।"
প্রতিপক্ষ এসসি ইস্টবেঙ্গল যে এখন বদলে যাওয়া দল, তা মানছেন তিনি । "প্রথম পর্বের তুলনায় ইস্টবেঙ্গল এখন অনেক শক্তিশালী । জানুয়ারিতে দলবদলের দ্বিতীয় উইনডোতে বেশ কয়েকজন নতুন ফুটবলারকে দলে নিয়ে শক্তি বাড়িয়েছে ওরা । ওদের রক্ষণভাগ এখন ভালো খেলছে । তাই আমাদের সামনে কঠিন চ্যালেঞ্জ । যা শীর্ষে থাকার জন্য আমাদের জিততেই হবে," দৃঢ়প্রতিজ্ঞ শোনায় নাম্বার টোয়েন্টি ওয়ানের গলা ।