পানাজি, 24 নভেম্বর : ডার্বির (SC East Bengal v ATK Mohun Bagan) আগে কি চাপ কমাতে নয়া পন্থা বাছলেন বাগানের গোল মেশিন ৷ কারণ বড় ম্য়াচের আগে হঠাতই ইস্টবেঙ্গল রক্ষণের প্রশংসা রয় কৃষ্ণার (Roy Krishna) মুখে (Roy Krishna respects sc east bengal defense before the derby)। এটিকে মোহনবাগানের তিন অধিনায়কের অন্যতম ফিজিয়ান ফুটবলার বলছেন তিনি এসসি ইস্টবেঙ্গলের প্রথম ম্যাচ দেখেছেন এবং তিনি মনে করেন লাল-হলুদ ব্রিগেড গতবছরের তুলনায় অনেক বেশি শক্তিশালী।
ফিজিয়ান বলছেন, "এসসি ইস্টবেঙ্গলের রক্ষণ যথেষ্ট শক্তিশালী এবং গতবছরের সেরা গোলরক্ষক হিসেবে অরিন্দম ভট্টাচার্য রয়েছেন। সেটাই ওদের অ্যাডভান্টেজ ৷" সবুজ-মেরুন গোল মেশিন আইএসএলের প্রথম ম্যাচ থেকে গোল করতে শুরু করেছেন। গতবছরের দুটো ডার্বিতেই গোল রয়েছে তাঁর। শনিবারও কৃষ্ণার পা থেকে ফের গোল চাইছেন সমর্থকরা। প্রত্যাশার চাপ নিয়ে বলতে গিয়ে ফিজিয়ান স্ট্রাইকার বলেছেন, "আমার প্রথম লক্ষ্য দলের জয়ে সাহায্য করা। সেটা গোল করে হোক বা গোল করতে সাহায্য করে হোক। দলের জয়ে গোল করে সাহায্য করা আমার অন্যতম লক্ষ্য। পাশাপাশি নিজের গোলসংখ্যা বাড়ানো এবং প্রতিটি ম্যাচে নিজের খেলার উন্নতির দিকেও নজর থাকবে।"