পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

অস্ট্রেলিয়ার "এ" লিগের স্ট্রাইকারকে দলে নিল ATK - kolkata

স্ট্রাইকার হিসেবে রয় কৃষ্ণাকে সই করাল ATK । অস্ট্রেলিয়ার "এ" লিগে খেলা স্ট্রাইকারের যোগদানে স্বাভাবিক ভাবেই গোল করার লোকের অভাব মিটবে লাল সাদা শিবিরের।

atk

By

Published : Jun 19, 2019, 6:29 AM IST

কলকাতা, 19 জুন : নতুন মরসুমে শক্তিশালী দল গড়ার ওপর নজর দিল ATK । স্ট্রাইকার হিসেবে তারা রয় কৃষ্ণাকে সই করাল । অস্ট্রেলিয়ার "এ" লিগে খেলা স্ট্রাইকারের যোগদানে স্বাভাবিক ভাবেই গোল করার লোকের অভাব মিটবে লাল সাদা শিবিরের। ওয়েলিংটন ফোনেক্স এফসি-র হয়ে গত মরসুমে খেলা ছাড়াও ফিজির জাতীয় দলের নেতৃত্বে ছিলেন রয় কৃষ্ণা । অস্ট্রেলিয়ার ক্লাব দলের হয়ে ২৭টি ম্যাচে ১৯টি গোল করেছেন । লেফট উইঙ্গার খেলা ফুটবলারটির পাস থেকে একাধিক গোল হয়েছে ।

নিউজ়িল্যান্ডের ক্লাব ফুটবলে ওয়েটাকেরে ইউনাইটেডের হয়ে খেলার সময় নজরে পড়েন তিনি । এর আগে ২০০৮ সালে ফিজির ফুটবল ক্লাব লাবাসা এফসি-তে খেলতেন তিনি । ২০১৪ সাল থেকে রয় কৃষ্ণা ওয়েলিংটন ফোনেক্স এফসিতে খেলা শুরু করেন । ২০১৮—২০১৯ লিগ মরসুমে গোল্ডেন বুট পাওয়া ছাড়াও জনি ওয়ারেন পদক জেতেন ।

অস্ট্রেলিয়ার "এ" লিগের সেরা স্ট্রাইকারকে দলে নেওয়ার খবরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ATK কোচ অ্যান্টিনিও হাবাস । “রয় কৃষ্ণা আমাদের নতুন মরসুমে প্রথম আন্তর্জাতিক স্ট্রাইকার । গোল করার ক্ষমতা ছাড়াও মাঠে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রয়েছে । ওর যোগদানে আমাদের আক্রমণে বৈচিত্র্য বাড়বে । একই সঙ্গে ও দলের সামগ্রিক আত্মবিশ্বাস বাড়াবে ।” মন্তব্য লাল সাদা কোচের ।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details