কলকাতা, 19 জুন : নতুন মরসুমে শক্তিশালী দল গড়ার ওপর নজর দিল ATK । স্ট্রাইকার হিসেবে তারা রয় কৃষ্ণাকে সই করাল । অস্ট্রেলিয়ার "এ" লিগে খেলা স্ট্রাইকারের যোগদানে স্বাভাবিক ভাবেই গোল করার লোকের অভাব মিটবে লাল সাদা শিবিরের। ওয়েলিংটন ফোনেক্স এফসি-র হয়ে গত মরসুমে খেলা ছাড়াও ফিজির জাতীয় দলের নেতৃত্বে ছিলেন রয় কৃষ্ণা । অস্ট্রেলিয়ার ক্লাব দলের হয়ে ২৭টি ম্যাচে ১৯টি গোল করেছেন । লেফট উইঙ্গার খেলা ফুটবলারটির পাস থেকে একাধিক গোল হয়েছে ।
নিউজ়িল্যান্ডের ক্লাব ফুটবলে ওয়েটাকেরে ইউনাইটেডের হয়ে খেলার সময় নজরে পড়েন তিনি । এর আগে ২০০৮ সালে ফিজির ফুটবল ক্লাব লাবাসা এফসি-তে খেলতেন তিনি । ২০১৪ সাল থেকে রয় কৃষ্ণা ওয়েলিংটন ফোনেক্স এফসিতে খেলা শুরু করেন । ২০১৮—২০১৯ লিগ মরসুমে গোল্ডেন বুট পাওয়া ছাড়াও জনি ওয়ারেন পদক জেতেন ।
অস্ট্রেলিয়ার "এ" লিগের স্ট্রাইকারকে দলে নিল ATK - kolkata
স্ট্রাইকার হিসেবে রয় কৃষ্ণাকে সই করাল ATK । অস্ট্রেলিয়ার "এ" লিগে খেলা স্ট্রাইকারের যোগদানে স্বাভাবিক ভাবেই গোল করার লোকের অভাব মিটবে লাল সাদা শিবিরের।
atk
অস্ট্রেলিয়ার "এ" লিগের সেরা স্ট্রাইকারকে দলে নেওয়ার খবরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ATK কোচ অ্যান্টিনিও হাবাস । “রয় কৃষ্ণা আমাদের নতুন মরসুমে প্রথম আন্তর্জাতিক স্ট্রাইকার । গোল করার ক্ষমতা ছাড়াও মাঠে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রয়েছে । ওর যোগদানে আমাদের আক্রমণে বৈচিত্র্য বাড়বে । একই সঙ্গে ও দলের সামগ্রিক আত্মবিশ্বাস বাড়াবে ।” মন্তব্য লাল সাদা কোচের ।