কলকাতা, 1 ডিসেম্বর : রাখে কৃষ্ণ মারে কে, বাংলা প্রবাদটি আন্তেনিও লোপেজ হাবাস গতকাল রাতের পরে জানলেন । রয় কৃষ্ণর শেষ মিনিটের গোলে হার বাঁচালো কলকাতা । অতিরিক্ত সময়ে গোল এবং পালটা গোল । গতকালের যুবভারতী ক্রীড়াঙ্গনে উপস্থিত হাজার তেত্রিশ দর্শক একটি রোমাঞ্চকর ফুটবল যুদ্ধের সাক্ষী রইলেন ।
শেষ মুহূর্তের গোলে রোমাঞ্চকর ড্র - ফুটবল
3 মিনিটে গোল করে দলের জয় প্রায় নিশ্চিত করে ফলেছিলেন সের্গে কেভিন । কিন্তু রয় কৃষ্ণ শেষ মুহূর্তে গোল করে ATK- র হার বাঁচান ।
ATK বনাম মুম্বই সিটি FC- র খেলা ড্র । ম্যাচের ফল 2-2 । 93 মিনিটে গোল করে দলের জয় প্রায় নিশ্চিত করে ফলেছিলেন সের্গে কেভিন । কিন্তু রয় কৃষ্ণ শেষ মুহূর্তে গোল করে ATK- র হার বাঁচান । ম্যাচে সেরার পুরস্কার অবশ্য মুম্বই য়ের কেভিনের হাতে উঠেছে । 6 ম্যাচে 11 পয়েন্ট নিয়ে এখনও শীর্ষে ATK । তবে সমসংখ্যক ম্যাচে 10 পয়েন্ট নিয়ে ঘাড়ের উপর নিশ্বাস ফেলছে বেঙ্গালুরু FC ।
ওড়িশার বিরুদ্ধে ড্র- এর ধাক্কা সরিয়ে পুরো পয়েন্টের জন্যে মরিয়া ছিল আন্তেনিও হাবাসের ছেলেরা । একই সঙ্গে ঘরের মাঠে জয়ের হ্যাটট্রিক করতে চেয়েছিল তারা । ফলে মুম্বই সিটি FC- র আক্রমনের চাপ বাড়াতে থাকে । মুম্বই প্রতিপক্ষের চাপ সামলে পালটা চাপ দিতে থাকে। ফলে খেলাটি উপভোগ্য হয়ে উঠেছিল । 38মিনিটে লুই গার্সিয়ার ডিফেন্স চেরা পাস থেকে করা সোসাইরাজের গোলে এগিয়ে যায় ATK । এসময় মনে হয়েছিল ঘরের মাঠে ম্যাচের রাশ হাবাসের ছেলেরা তুলে নেবে । কিন্তু পিছিয়ে পড়লেও থমকে যায়নি রনবীর কাপুরের মালিকানাধীন দলটি । বরং দ্রুত সামলে নিয়ে কলকাতার উপর পালটা চাপ বাড়াতে থাকে । 62 মিনিটে প্রতীক চৌধুরির গোল সেই দাপুটে প্রত্যাঘাতের ফসল । বাকি সময় দুই দল রাশ দখলে নেওয়ার চেষ্টা করলেও কাজের কাজটি করতে ব্যর্থ । কিন্তু ম্যাচের 93 মিনিটে মুম্বইকে এগিয়ে দিয়েছিলেন সের্গে কেভিন ।পরের মিনিটে মুম্বইয়ের সার্থক গলুইয়ের ভুলকে কাজে লাগিয়ে ATK- র হার বাচান রয় কৃষ্ণ ।