কলকাতা, 31 অক্টোবর : স্বেচ্ছা নির্বাসনের লক্ষণরেখা পার করে অনুশীলনে নামলেন রয় কৃষ্ণ। আজ ATK-মোহনবাগানের প্র্যাকটিসে যোগ দিলেন ফিজির এই ফুটবলার। অস্ট্রেলিয়ার 'এ' লিগে খেলার অভিজ্ঞতা সম্পন্ন স্ট্রাইকার ATK-র জার্সিতে প্রথম মরশুমেই নজর কেড়েছেন।
ISL-এর ডার্বি নিয়ে আত্মবিশ্বাসী রয় কৃষ্ণ - ATK-মোহনবাগান
27 নভেম্বর ISL-এর ডার্বি । যা নিয়ে উৎসাহী রয় কৃষ্ণ ।
গত মরশুমে ATK-র চ্যাম্পিয়ন হওয়ার অন্যতম কারিগর ছিলেন তিনি। নতুন মরশুমে মোহনবাগানের সঙ্গে গাঁঁটছড়া বেধে ISL-এ নামছে ATK। লাল-সাদা জার্সি ছেড়ে সবুজ মেরুন জার্সিতে ফের খেতাব রক্ষার চ্যালেঞ্জ। রয় কৃষ্ণ বলছেন, তিনি তৈরি। শুধু তৈরি নন । আগের মরশুমের কীর্তি ভেঙে নতুন মাইলস্টোন তৈরির রেজ়োলিউশন নিয়েছেন। দলের একনম্বর স্ট্রাইকারের আত্মবিশ্বাসী মন্তব্য নিঃসন্দেহে আন্তেনিও লোপেজ় হাবাসের ভরসা বাড়াবে। আরও বেশি গোল করার কথা বললেও রয় কৃষ্ণ স্বীকার করছেন কোয়ারানটিন পর্ব শেষ করে অনুশীলনে নামলেও প্রস্তুত হওয়ার সময় কম। তবে তা নিয়ে অভিযোগ না করে শারীরিক এবং মানসিকভাবে তৈরি হওয়ার চেষ্টা করছেন ফিজির স্ট্রাইকার। দল হিসেবে তৈরি হওয়ার কথা বলছেন তিনি। আট মাস পরে মাঠে নেমে বল নিয়ে দৌড়ানোর রোমাঞ্চ নিতে চান রয় কৃষ্ণ। 131 বছরের ঐতিহ্য সমৃদ্ধ মোহনবাগানের সঙ্গে গাঁঁটছড়া বাধার বিষয়টি সমর্থন করছেন। কঠিন সময়ে সবুজ-মেরুন জনতার সমর্থনের প্রয়োজনীয়তার কথা তাঁঁর মুখে শোনা গেছে ।
ISL ছাড়াও AFC কাপে প্রতিনিধিত্ব করতে হবে ATK-মোহনবাগানকে। রয় কৃষ্ণ বলছেন, বিদেশের মাটিতে নিজেদের প্রমাণ করার সুযোগ তাঁঁদের কাছে আছে। 27নভেম্বর ISL ডার্বি। যা ঘিরে পারদ চড়তে শুরু করেছে। রয় কৃষ্ণ বলছেন, তিনি একই শহরের দু'টো ক্লাবের পারস্পরিক লড়াইয়ে অংশ নেননি। তবে অস্ট্রেলিয়ার 'এ' লিগে খেলার সময় অদ্ভুত ডার্বিতে খেলেছেন। কলকাতায় খেলার সুবাদে ডার্বি ঘিরে উন্মাদনা দেখেছেন। এবছর সেই ডার্বিতে খেলার সুযোগ পাবেন ধরে নিয়ে রোমাঞ্চিত রয় কৃষ্ণ।