পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

বিফলে রোনাল্ডোর জোড়া গোল, শেষ আটে লিয়ঁ - OLYMPIC LYON

রোনাল্ডো জোড়া গোল করেও ম্যাচের নায়ক হতে পারেননি জার্মান রেফারি ফেলিক্স জোয়ায়ের । জন্য তাঁর বিতর্কিত পেনাল্টির সিদ্ধান্তেই মহামূল্যবান অ্যাওয়ে গোল পেয়ে যায় লিয়ঁ । যার ফলে ম্লান হয়ে যায় রোনাল্ডোর জোড়া গোলের গৌরব ।

RONALDO
RONALDO

By

Published : Aug 8, 2020, 9:56 PM IST

তুরিন , 8 অগাস্ট : চ্যাম্পিয়নস লিগ এলেই রোনাল্ডো যেন নতুন শক্তিতে জেগে ওঠেন । তার প্রমাণ পাওয়া গেল লিয়ঁ ম্যাচেও । দু গোলে পিছিয়ে থাকা দলকে সমতায় ফিরিয়ে ছিলেন । কিন্তু জুভেন্তাসের ভাগ্য ফেরেনি । দ্বিতীয় লেগে জুভেন্তাস 2-1 গোলে জেতার পাশাপাশি দুই লেগ মিলিয়ে ফল 2-2 থাকলেও অ্যাওয়ে গোলে বাজিমাৎ করে অলিম্পিক লিয়ঁ ।

রোনাল্ডো জোড়া গোল করেও ম্যাচের নায়ক হতে পারেননি জার্মান রেফারি ফেলিক্স জোয়ায়ের জন্য । তাঁর বিতর্কিত পেনাল্টির সিদ্ধান্তেই মহামূল্যবান অ্যাওয়ে গোল পেয়ে যায় লিয়ঁ । যার ফলে ম্লান হয়ে যায় রোনাল্ডোর জোড়া গোলের গৌরব ।

প্রথম লেগে ঘরের মাঠে জুভেন্তাসকে 1-0 গোলে হারিয়ে দিয়েছিল অলিম্পিক লিয়ঁ । দ্বিতীয় লেগে তাই জুভেন্তাসের ওপরে চাপ ছিল গোল করার, ও একই সঙ্গে খেয়াল রাখা যাতে লিয়ঁ অ্যাওয়ে গোল না পায় । ম্যাচের ১২ মিনিটেই অ্যাওয়ে গোল পেয়ে যায় লিয়ঁ ।

ডি-বক্সের মধ্যে বিপজ্জনকভাবে ঢুকে যাওয়া ফরাসি মিডফিল্ডার হুসাম ওয়ারকে আটকাতে গিয়ে স্লাইড ট্যাকল করেন জুভেন্তাসের উরুগুইয় মিডফিল্ডার রদ্রিগো বেনতাঙ্কুর । পেনাল্টি দেন রেফারি । সুযোগ কাজে লাগাতে ভুল করেননি লিয়ঁ অধিনায়ক মেমফিস ডিপে । গোল করে দলকে অ্যাওয়ে গোল এনে দেন তিনি ।

ম্যাচের ৪১ মিনিটে আবার পেনাল্টি । তবে এবার জুভেন্তাসের পক্ষে । এই পেনাল্টিটি নিয়েও রয়েছে প্রশ্ন । লিয়ঁ-র বক্সের বাইরে ফ্রি-কিক পায় জুভেন্তাস । বসনিয় মিডফিল্ডার মিরালেম পিয়ানিচের নেওয়া ফ্রি কিক লাগে মেমফিস ডিপের হাতে । যদিও ডিপে হাত যথাসম্ভব শরীরের কাছাকাছি রেখেছিলেন, তা-ও রেফারি পেনাল্টি দেন । রেফারি পেনাল্টির সিদ্ধান্ত জানানোর পর, VAR-ও সেই নির্দেশ বহাল রাখে । পেনাল্টি থেকে গোল করে জুভেন্তাসকে সমতায় ফেরান রোনাল্ডো ।

ম্যাচের ৬০ মিনিটে দূরপাল্লার শটে লিয়ঁর জালে বল জড়ান রোনাল্ডো । শটে এতটাই জোর ছিল যে, গোলরক্ষক লোপেসের হাতে লেগে , বার ছুঁয়ে জালে জড়িয়ে যায় বল । এই গোলেই এক মরশুমে জুভেন্তাসের হয়ে সর্বোচ্চ গোলের ৯৫ বছর পুরোনো রেকর্ড ভেঙে দেন রোনাল্ডো ।

জুভেন্তাসের সমর্থকদের আশা ছিল, গত মরশুমের মতো হ্যাটট্রিক করে দলকে শেষ আটে তুলবেন রোনাল্ডো । সে স্বপ্ন অপূর্ণই থেকে গেছে । কোয়ার্টারে লিয়ঁর মুখোমুখি হবে ম্যাঞ্চেস্টার সিটি।

ABOUT THE AUTHOR

...view details