পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

হ্যাটট্রিক রোনাল্ডোর, মাদ্রিদকে হারিয়ে কোয়ার্টারে জ়ুভেন্তাস - Juventus beat Atletico Madrid

রোনাল্ডোর হ্যাটট্রিকের সৌজন্যে কোয়ার্টার ফাইনালে জ়ুভেন্তাস

ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

By

Published : Mar 13, 2019, 8:52 AM IST

তুরিন, ১৩ মার্চ : চ্যাম্পিয়ন্স লিগে ফের রোনাল্ডো ম্যাজিক। তাঁর হ্যাটট্রিকের সৌজন্যেই অ্যাটলেটিকো মাদ্রিদকে ৩-০ (দু'লেগ মিলিয়ে ৩-২) হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠল জ়ুভেন্তাস।

প্রথম লেগে মাদ্রিদে ২-০ গোলে হেরেছিল জ়ুভেন্তাস। ফিরতি লেগে ঘরের মাঠে জ়ুভেন্তাসের জন্য কাজটা একদমই সহজ ছিল না। কিন্তু, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর জন্য এটাই ছিল জ্বলে ওঠার সেরা মঞ্চ। ম্যাচের প্রথম থেকেই অ্যাটলেটিকো মাদ্রিদের উপর চাপ বাড়াতে থাকে জ়ুভেন্তাস। একের পর এক আক্রমণ করলেও গোলের মুখ খুলতে ব্যর্থ হচ্ছিল তারা। শেষপর্যন্ত ডেডলক ভাঙেন রোনাল্ডো। ২৭ মিনিটে ট্রেডমার্ক হেডে গোল করেন। ব্যবধান কমিয়ে অ্যাটলেটিকোর উপর আরও চাপ বাড়াতে থাকে জ়ুভেন্তাস। দ্বিতীয়ার্ধে শুরুতেই তার ফসল মেলে। রোনাল্ডোর বুলেট হেডার কোনওক্রমে ওব্লাক বাঁচিয়ে দিলেও গোল-লাইন টেকনোলজিতে দেখা যায়, বল গোল লাইন পার করেছে। খেলার ফল ২-২ থাকা অবস্থয় দুই দলই গোলের জন্য মরিয়া ওঠে। যখন মনে হচ্ছিল খেলা অতিরিক্ত সময়ে গড়াবে, তখন পেনাল্টি পায় জ়ুভেন্তাস। খেলার বয়স তখন ৮৪ মিনিট। ওব্লাককে উলটো দিকে ফেলে গোল করেন রোনাল্ডো।

চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে এটি রোনাল্ডোর ১২৪ তম গোল ও অষ্টম হ্যাটট্রিক। আর প্রতিযোগিতার ইতিহাসে সর্বাধিক হ্যাটট্রিকের তালিকায় যুগ্মভাবে মেসির সঙ্গে প্রথম স্থানে উঠে এলেন তিনি।

ABOUT THE AUTHOR

...view details