পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

জাতীয় দলের হয়ে গোলের "সেঞ্চুরি" রোনাল্ডোর, সুইডেনকে হারাল পর্তুগাল

বিরতির আগেই ফ্রি কিক থেকে গোল করে পর্তুগালকে এগিয়ে দেন রোনাল্ডো । 72 মিনিটে পেনাল্টি থেকে গোল করে 2-0 গোলে দলের জয় নিশ্চিত করেন রোনাল্ডো ।

Ronaldo
Ronaldo

By

Published : Sep 9, 2020, 2:21 PM IST

লিসবন, 9 সেপ্টেম্বর : তাঁর ডান পায়ের ফ্রি কিক সুইডেনের মানব প্রাচীর টপকে ডানদিকের নেটে জড়াতেই স্বভাবসিদ্ধ ভঙ্গিতে লাফিয়ে উঠলেন । পর্তুগালের হয়ে তখন 100টি আন্তর্জাতিক গোলের রেকর্ড গড়া হয়ে গেছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর । মঙ্গলবার রাতে নেশনস লিগে সুইডেনের বিরুদ্ধে ইউরোপের একমাত্র ফুটবলার হিসেবে জাতীয় দলের হয়ে এই রেকর্ড গড়লেন সি আর সেভেন ।

72 মিনিটে আরও একটি গোল করে দলের জয় নিশ্চিত করেন পর্তুগিজ অধিনায়ক । তবে, সবকিছু ছাপিয়ে গেছে রোনাল্ডোর ইতিহাস গড়া রেকর্ডকে । বিশ্ব ফুটবলের ইতিহাসে দ্বিতীয় ফুটবলার হিসেবে জাতীয় দলের হয়ে গোলের সেঞ্চুরি পূরণ করেছেন তিনি । রোনাল্ডোর সামনে রয়েছে ইরানের আলী দাইয়ি । তাঁর সর্বোচ্চ 109 গোলের রেকর্ড ছুঁতে রোনাল্ডোর দরকার আর 8 গোল ।

পায়ের সমস্যার জন্য নেশনস লিগের ওপেনিং ম্যাচে ছিলেন না রোনাল্ডো । তবে, মঙ্গলবার রাতে সুইডেনের বিপক্ষে অধিনায়ককে ছাড়া নামতে হয়নি ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের । বিরতির আগেই ফ্রি কিক থেকে গোল করে পর্তুগালকে এগিয়ে দেন রোনাল্ডো । 72 মিনিটে পেনাল্টি থেকে গোল করে 2-0 গোলে দলের জয় নিশ্চিত করেন রোনাল্ডো । ম্যাচের পর জুভেন্তাস ফরোয়ার্ড বলেছেন, "100 গোলের মাইলস্টোন পার করতে পেরেছি । এবার রেকর্ডের (109) দিকে ঝুঁকব । তবে ধাপে ধাপে এগোতে হবে । কারণ আমার বিশ্বাস রেকর্ড স্বাভাবিকভাবেই আসে ।"

নেশনস লিগে এটা দ্বিতীয় জয় পর্তুগালের । গত শনিবার ক্রোয়েশিয়াকে 4-1 গোলে হারিয়েছিল তারা । অক্টোবরে গ্রুপের তৃতীয় ম্যাচ খেলতে ফ্রান্স যাবে রোনাল্ডো রা ।

ABOUT THE AUTHOR

...view details