লিসবন, 9 সেপ্টেম্বর : তাঁর ডান পায়ের ফ্রি কিক সুইডেনের মানব প্রাচীর টপকে ডানদিকের নেটে জড়াতেই স্বভাবসিদ্ধ ভঙ্গিতে লাফিয়ে উঠলেন । পর্তুগালের হয়ে তখন 100টি আন্তর্জাতিক গোলের রেকর্ড গড়া হয়ে গেছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর । মঙ্গলবার রাতে নেশনস লিগে সুইডেনের বিরুদ্ধে ইউরোপের একমাত্র ফুটবলার হিসেবে জাতীয় দলের হয়ে এই রেকর্ড গড়লেন সি আর সেভেন ।
72 মিনিটে আরও একটি গোল করে দলের জয় নিশ্চিত করেন পর্তুগিজ অধিনায়ক । তবে, সবকিছু ছাপিয়ে গেছে রোনাল্ডোর ইতিহাস গড়া রেকর্ডকে । বিশ্ব ফুটবলের ইতিহাসে দ্বিতীয় ফুটবলার হিসেবে জাতীয় দলের হয়ে গোলের সেঞ্চুরি পূরণ করেছেন তিনি । রোনাল্ডোর সামনে রয়েছে ইরানের আলী দাইয়ি । তাঁর সর্বোচ্চ 109 গোলের রেকর্ড ছুঁতে রোনাল্ডোর দরকার আর 8 গোল ।