পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

দুরন্ত রোনাল্ডো, লেচিকে 4-0 গোল উড়িয়ে দিল জুভেন্তাস - ল্যাজিও

ম্যাচের 53 মিনিটে রোনাল্ডোর ছোট্ট টোকায় বল পেয়ে দুরন্ত শটে গোল করেন আর্জেন্তান তারকা ফুটবলার দিবালা ৷ 62 মিনিটে রোনাল্ডোকে বক্সের মধ্যে ফাউল করায় পেনাল্টি পায় জুভেন্তাস ৷ গোল করতে ভুল করেননি পর্তুগিজ তারকা ৷

image
লেচিকে 4-0 গোল উড়িয়ে দিল জুভেন্তাস

By

Published : Jun 28, 2020, 3:54 AM IST

তুরিন, 27 জুন : কোরোনা পরবর্তী পরিস্থিতিতে মাঠে নেমে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো৷ কোপা ইট্যালিয়া কাপে একেবারেই ফর্মের ধারেকাছে ছিলেন না পর্তুগিজ তারকা ৷ কিন্তু লিগের ম্যাচে ফিরেই ফের স্বমহিমায় সি আর সেভেন ৷ গোল করলেন, গোল করালেন ৷ আর নিজের দর্শনীয় ফুটবলে ফের জাত চেনালেন পাঁচ বার ব্যলন ডি অর জয়ী ৷ আর রোনাল্ডোর দুরন্ত খেলায় ঘরের মাঠে লেচিকে 4-0 গোলে হারাল জুভেন্তাস ৷ একই সঙ্গে লিগের শীর্ষস্থানে আরও জাঁকিয়ে বসল জুভেন্তাস ৷

ম্যাচের শুরুর সময় থেকে যত ম্যাচ গড়িয়েছে ততই জমিয়ে বসেছে জুভেন্তাস ৷ তবে প্রথমার্ধে লেচির ডিফেন্স ভাঙতে ব্যর্থ হয় দিবালা, রোনাল্ডো, হিগুয়েন সমৃদ্ধ জুভের স্ট্রাইকিং লাইন ৷ ম্যাচের 31 মিনিটে ফাউল করে লাল কারেড দেখেন লেচির ফেবিও লুসিওনি ৷ 10 জনের লেচিকে পেয়ে আক্রমণের ধার আরও বাড়ায় জুভেন্তাস ৷ দ্বিতীয়ার্ধে গোলের লকগেট খোলে ৷ জুভেন্তাসের হয়ে চারটি গোল করেন দিবালা, রোনাল্ডো, হিগুয়েন ও ডি লৎ ৷

গোল করার মুহূর্তে দিবালা

মার্চে লিগ স্থগিত হওয়ার সময় টেবিলের শীর্ষেই ছিল জুভেন্তাস ৷ কিন্তু দ্বিতায় স্থানে থাকা ল্যাজিও ঘারের কাছে নিশ্বাস ফেলছিল ৷ কিন্তু ফের মাঠে ফিরেই প্রথম ম্যাচ হেরে যায় ল্যাজিও ৷ ফল বাড়তি সুবিধা পায় রোনাল্ডো, দিবালারা ৷ অন্যদিকে বলগোনার বিরুদ্ধে জয় তুলে নিয়ে নিজেদের মধ্যে 4 পয়েন্টের ব্যবধান বাড়িয়ে নেয় জুভেন্তাস ৷ লেচির বিরুদ্ধে জয় দ্বিতীয় স্থানে থাকা ল্যাজিওর থেকে 7 পয়েন্টে এগিয়ে দিল সারির ছেলেদের ৷

ম্যাচের 53 মিনিটে রোনাল্ডোর ছোট্ট টোকায় বল পেয়ে দুরন্ত শটে গোল করেন আর্জেন্তান তারকা ফুটবলার দিবালা ৷ 62 মিনিটে রোনাল্ডোকে বক্সের মধ্যে ফাউল করায় পেনাল্টি পায় জুভেন্তাস ৷ গোল করতে ভুল করেননি পর্তুগিজ তারকা ৷ এরপর ম্যাচের 83 মিনিটে রোনাল্ডোর দুরন্ত ব্যাকহিল থেকে বল পেয়ে গোল করেন আর এক আর্জেন্তাইন হিগুয়েন ৷ ম্যাচের 85 মিনিটে লেচির কফিনে শেষ পেরেকটি পোঁতেন ডি লিৎ ৷

কোরোনা পরবর্তী পরিস্থিতিতে মাঠে নেমে শুরুতে জড়তা থাকলেও ধীরে ধীরে ফর্মে ফিরছেন পর্তুগিজ তারকা ৷ চিরপ্রতিদ্বন্ধি মেসি মাঠে ফিরেই গোল করলেও রোনাল্ডো পা থেকে সেই পরিচিত শট দেখতে পাওয়া যায়নি ৷ তবে ফের ফর্মে ফেরায় খুশি জুভেন্তাস দর্শকরা ৷

ABOUT THE AUTHOR

...view details