লিডস, 26 অক্টোবর : এবার কোরোনায় আক্রান্ত হলেন প্রাক্তন ব্রাজিলিয়ান ফরওয়ার্ড রোনালডিনহো ৷ রবিবার নিজে একথা জানান ফুটবলের জাদুকর ৷ এই মুহূর্তে তিনি বেলো হরিজনেটে আইসোলেশনে রয়েছেন ৷ তাঁর শরীরে কোরোনার কোনও উপসর্গ নেই ৷
কোরোনায় আক্রান্ত রোনালডিনহো - প্য়ারাগুয়ে
গত অগাস্ট মাসে প্য়ারাগুয়েতে টানা 5 মাস নজরবন্দী থাকার পর মুক্তি পেয়ে ব্রাজিলে নিজের বাড়িতে ফেরেন রোনালডিনহো ৷ প্রাক্তন তারকা ফুটবলারের সঙ্গে ছিলেন তাঁর ভাই রোবের্তো আসিস ৷ তাঁদের বিরুদ্ধে অভিযোগ ছিল, তাঁরা ভুয়ো পাসপোর্ট নিয়ে প্য়ারাগুয়েতে প্রবেশ করেছিলেন ৷
রবিবার নিজের সোশাল মিডিয়া অ্যাকাউন্টে একটি পোস্ট করে রোনালডিনহো জানান, তিনি শনিবার থেকে বেলো হরিজোনেটে রয়েছেন ৷ একটি অনুষ্ঠানে অংশ নিতে এসেছিলেন ৷ সেখানেই তাঁর কোভিড টেস্ট হয় ৷ রিপোর্ট পজ়িটিভ এসেছে ৷ তবে, তিনি সুস্থ রয়েছেন ৷ তাঁর শরীরে কোরোনার কোনও উপসর্গ নেই ৷ এই মুহূর্তে অনুষ্ঠানটি পিছিয়ে দেওয়া হয়েছে ৷ সবার সঙ্গে আবারও দেখা হবে, এই বার্তা দিয়ে নিজের পোস্টটি শেষ করেন প্রাক্তন ব্রাজিলিয়ান ফুটবলার ৷
গত অগাস্ট মাসে প্য়ারাগুয়েতে টানা 5 মাস থাকার পর ব্রাজিলে নিজের বাড়িতে ফেরেন রোনালডিনহো ৷ প্রাক্তন তারকা ফুটবলারের সঙ্গে ছিলেন তাঁর ভাই রোবের্তো আসিস ৷ তাঁদের বিরুদ্ধে অভিযোগ ছিল, তাঁরা ভুয়ো পাসপোর্ট নিয়ে প্য়ারাগুয়েতে প্রবেশ করেছিলেন ৷ প্রায় একমাস প্য়ারাগুয়ের জেলে বন্দী থাকার পর প্রায় দেড় মিলিয়ন ডলার জরিমানা দিয়ে জামিনে মুক্তি পান তাঁরা ৷ এরপর থেকে প্য়ারাগুয়েতে একটি হোটেলে নজরবন্দী হয়েছিলেন রোনালডিনহো ৷ সেই মামলায় রোনালডিনহো ও তাঁর ভাই দোষী সাব্য়স্ত হয়েছিলেন ৷ তবে, ছ’মাস বন্দী থাকার কারণে তাঁদের মুক্তি দেয় আদালত ৷ প্য়ারাগুয়ে থেকে মুক্তি পেয়ে দেশে ফিরেই কোরোনায় আক্রান্ত হলেন প্রাক্তন ব্রাজিলিয়ান তারকা রোনালডিনহো ৷