বার্সেলোনা, 18 আগাস্ট : কাতালানদের কোচ হচ্ছেন নেদারল্যান্ডসের রোনাল্ড কোম্যান । এখনো আনুষ্ঠানিক ঘোষণা অবশ্য হয়নি । তবে বার্সেলোনার বোর্ডের সভায় কোম্যানকেই কোচ করার সিদ্ধান্ত হয়েছে । বায়ার্ন ম্যাচের পরই কিকে সেতিয়েনর বিদায় নিশ্চিত হয়ে যায় । এই মুহুর্তে নেদারল্যান্ডসের জাতীয় দলের কোচ কোম্যান সেই দায়িত্ব ছেড়ে বার্সেলোনায় আসছেন। অর্থাৎ, ফন ডাইক-ডিপেদের দায়িত্ব ছেড়ে বার্সেলোনার প্রাক্তন ডিফেন্ডার কাতালানদের দায়িত্ব নিয়ে ফিরবেন নিজের পুরোনো ক্লাবে।
গত জানুয়ারিতে আর্নেস্তো ভালভার্দেকে বরখাস্ত করার পর জ়াভির পাশাপাশি কোম্যানকে কোচ হতে আহ্বান জানিয়েছিল বার্সা। কিন্তু তখন ডাচ শিবিরকে নিয়ে 2020 ইউরোর পরিকল্পনায় ব্যস্ত কোম্যান ইউরোর আগে দায়িত্ব ছাড়বেন না জানিয়ে বার্সেলোনাকে ফিরিয়ে দিয়েছিলেন। এদিকে বার্সেলোনা কোম্যান, জ়াভিকে কাউকে না পেয়ে সেতিয়েনকে এনেও মরশুমটা উদ্ধার করতে পারেনি। 12 মরশুম পর ট্রফি শূন্য কাতালানদের ক্যাবিনেট । শেষবার 2007-08 মরশুমে ট্রফিলেস ছিল কাতালানরা ।
নতুন কোচ হিসেবে মরিসিও পচেত্তিনো, রিভারপ্লেটের মার্সেলো গায়ার্দো, আয়াক্সের এরিক টেন হ্যাগের সম্ভাবনার কথা শোনা যাচ্ছিল। এমনকি ম্যাঞ্চেস্টার সিটিকে নিয়ে চার মরশুম ধরে চ্যাম্পিয়নস লিগে ব্যর্থ পেপ গোয়ার্দিওলা আবার ফিরতে পারেন, এমন জল্পনাও শুরু হয়েছিল । কিন্তু শেষ পর্যন্ত ৫৭ বছর বয়সী কোম্যানের পকেটে গেল ভোট। 1992 চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ফ্রি কিকে গোল করে বার্সাকে প্রথমবার ইউরোপ সেরা হওয়ার অনুভূতি উপহার দেওয়া ডাচেম্যানের কাঁধেই বার্সা তুলে দিচ্ছে ইউরোপের লজ্জা থেকে বাঁচার দায়িত্ব।
নেদারল্যান্ডসের দায়িত্ব নেওয়ার আগে এভারটনের কোচ হিসেবে খুব একটা সফল হননি কোম্যান। কোচিং ক্যারিয়ারে আয়াক্স, পিএসভি আইন্দহভেন, ভ্যালেন্সিয়া, বেনফিকা, সাউদাম্পটন, ফেইনুর্ড এমন অনেক ক্লাবের দায়িত্বে থাকলেও আয়াক্স ও পিএসভির আইন্দহভেনের হয়ে তিনবার ডাচ লিগ ও একবার ডাচ কাপ আর ভ্যালেন্সিয়ার হয়ে একবার কোপা দেল রে ছাড়া তেমন কিছু জেতেননি রোনাল্ড কোম্যান। কোম্যানের হাত ধরে কাতালানরা ফের হারানো গৌরব ফিরে পাবে কী না তা সময়ই বলবে।
এদিকে আরও বড় বিপর্যয়ের আশঙ্কায় কাতাল শিবির । শিবির ছাড়তে পারেন সেরা তারকা লিওলেন মেসি। বোর্ডের সভায় মেসির জন্য অল আউট ঝাঁপানোর সিদ্ধান্ত হয়েছে । যেন তেন প্রকারেণ অধিনায়ককে কিছুতেই দল ছাড়া করতে চাইছেনা কাতালানরা । তবে এর আগেও আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে আবার অল বিসেলেস্তেদের হাল ধরেছিলেন মেসি । সেই কথা মাথায় রেখেই কাতালানদের আশা এক যুগ পর ফিরে আসা এই অন্ধকার সময়ে আলো হবেন মেসিই ।