রিও ডি জেনেইরো, 10 জুলাই : প্রায় দেড় বছর ফুটবল ঘর বন্দি ৷ সেই বন্দি দশা থেকে যেন মুক্তির আলো দেখচ্ছে মারাকানা ৷ ব্রাজিল-আর্জেন্টিনার হাই ভোল্টেজ ফাইনালে 10 শতাংশ দর্শকের প্রবেশকে মান্যতা দিয়েছে রিও ডি জেনেইরোর প্রশাসন ৷ আর রিও প্রশাসনের এই সিদ্ধান্তকেই স্বাগত জানিয়েছেন ব্রাজিল ডিফেন্ডার থিয়েগো সিলভা ৷ তিনি বলেছেন, "এই 10 শতাংশ দর্শক প্রবেশের অনুমতিকে অন্যভাবে দেখা যেতে পারে ৷ স্বাভাবিক অবস্থায় ফেরার অনুপ্রেরণা ৷ ইউরোপের মতো ধীরে ধীরে আমাদেরকেও স্বাভাবিক অবস্থায় ফিরতে হবে ৷" তবে এই ম্যাচ উপলক্ষে মারাকানায় উপস্থিত থাকছেন না ব্রাজিল প্রেসিডেন্ট জেয়ার বলসোনারো ৷
ব্রাজিল-আর্জেন্টিনা মানেই ফুটবল বিশ্বে ঝড় ৷ ব্রাজিল-আর্জেন্টিনা মানেই ফুটবল প্রেমীদের ঘুম না আসা ৷ ব্রাজিল-আর্জেন্টিনা মানেই মাঠ-মাঠের বাইরের দর্শকাসনে স্নায়ুর লড়াই ৷ ব্রাজিল-আর্জেন্টিনা মানেই ফুটবল স্টেডিয়ামে দর্শকদের সমাগম ৷ কিন্তু, করোনা কালে এ সব কিছুতেই ভোটা পড়েছে ৷ সব থেকে বেশি ভাটা পড়েছে মাঠে খেলা দেখতে আসা দর্শকের ৷ দর্শকশূন্য করেও মাঠে বল গড়াতে দেখা গিয়েছে ৷
সেই শূন্যতা এবার কিছুটা হলেও পূরণ হবে ৷