রিও ডি জেনেইরো, 10 জুলাই : ভারতীয় সময় রবিবার ভোরে কোপা আমেরিকার ফাইনালে (Copa America final) মুখোমুখি হতে চলেছে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল (Brazil) ও আর্জেন্টিনা (Argentina) ৷ মাঠে এই দুই দলের লড়াই চাক্ষুষ করার সুযোগ পাবেন দর্শকরাও ৷ স্থানীয় প্রশাসনের তরফে কোপা আমেরিকার সংগঠকদের দর্শক প্রবেশ করানোর অনুমতি দেওয়া হয়েছে ৷
নেমার ও মেসির ডুয়েল এবার হতে চলেছে ব্রাজিলের মারাকানা স্টেডিয়ামে (Maracana Stadium) ৷ ওই স্টেডিয়ামে 78 হাজার দর্শক একসঙ্গে ম্যাচ দেখতে পারেন ৷ কিন্তু এবার করোনা পরিস্থিতির জেরে দর্শকশূন্য স্টেডিয়ামেই চলছে প্রতিযোগিতা ৷ কিন্তু ফাইনালের কথা ভেবে প্রশাসনের তরফে দর্শক প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে ৷
আরও পড়ুন :Copa America 2021: কোপার মেগা ফাইনাল, বন্ধু এখানে শত্রু
কিন্তু রিও শহরের স্বাস্থ্য সচিব ড্যানিয়েল সোরাঞ্জ জানিয়েছেন যে স্টেডিয়ামের প্রতিটি অংশে 10 শতাংশ করে দর্শক প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে ৷ প্রতিটি দল 2200 জন করে অতিথি স্টেডিয়ামে রাখতে পারবে ৷ তবে কোনও টিকিট বিক্রি করা যাবে না ৷ যাঁরা খেলা দেখতে স্টেডিয়ামে উপস্থিত হবেন, তাঁদের মাস্ক পরা বাধ্যতামূলক এবং কোভিড (Covid-19) রিপোর্ট নেগেটিভ হতে হবে ৷ স্টেডিয়ামে একে অপরের সঙ্গে 2 মিটারের দূরত্ব বজায় রাখতে হবে৷ বাইরে থেকে খাবার ও পানীয় নিয়ে যাওয়া যাবে না ৷
2019 সালে কোপা আমেরিকার ফাইনাল হয়েছিল মারাকানায় ৷ সেবার পেরুকে 3-1 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ব্রাজিল ৷ ওই ম্যাচে 60 হাজার দর্শক স্টেডিয়ামে উপস্থিত হয়েছিলেন ৷ তবে তখন করোনা ছিল না ৷ কিন্তু এখন পরিবর্তিত পরিস্থিতিতে গোটা বিশ্বেই কার্যত কোভিড প্রোটোকল মেনে খেলা চলছে ৷ কোথাও দর্শকহীন স্টেডিয়ামে খেলা চলছে ৷ কোথাও আবার খেলা হচ্ছে সীমিত সংখ্যক দর্শকের উপস্থিতিতে ৷ গত জানুয়ারিতে মারাকানায় কোপা লিবের্টাডোরেসের ফাইনাল হয় ৷ সেই ম্যাচে পালমেইরাস ও স্যান্টোসের লড়াই দেখতে পাঁচ হাজার দর্শক স্টেডিয়ামে হাজির ছিলেন ৷