পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

কোপা আমেরিকার ফাইনালে 10 শতাংশ দর্শক প্রবেশের অনুমতি - breaking news today

ভারতীয় সময় রবিবার ভোরে কোপা আমেরিকার ফাইনাল ৷ মুখোমুখি চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা ৷ সেই ম্যাচে 10 শতাংশ দর্শক প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে ৷

কোপা আমেরিকায় ফাইনালে 10 শতাংশ দর্শক প্রবেশের অনুমতি
rio-opens-10-percent-of-maracana-stadium-for-copa-america-final

By

Published : Jul 10, 2021, 4:20 PM IST

Updated : Jul 10, 2021, 4:52 PM IST

রিও ডি জেনেইরো, 10 জুলাই : ভারতীয় সময় রবিবার ভোরে কোপা আমেরিকার ফাইনালে (Copa America final) মুখোমুখি হতে চলেছে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল (Brazil) ও আর্জেন্টিনা (Argentina) ৷ মাঠে এই দুই দলের লড়াই চাক্ষুষ করার সুযোগ পাবেন দর্শকরাও ৷ স্থানীয় প্রশাসনের তরফে কোপা আমেরিকার সংগঠকদের দর্শক প্রবেশ করানোর অনুমতি দেওয়া হয়েছে ৷

নেমার ও মেসির ডুয়েল এবার হতে চলেছে ব্রাজিলের মারাকানা স্টেডিয়ামে (Maracana Stadium) ৷ ওই স্টেডিয়ামে 78 হাজার দর্শক একসঙ্গে ম্যাচ দেখতে পারেন ৷ কিন্তু এবার করোনা পরিস্থিতির জেরে দর্শকশূন্য স্টেডিয়ামেই চলছে প্রতিযোগিতা ৷ কিন্তু ফাইনালের কথা ভেবে প্রশাসনের তরফে দর্শক প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে ৷

আরও পড়ুন :Copa America 2021: কোপার মেগা ফাইনাল, বন্ধু এখানে শত্রু

কিন্তু রিও শহরের স্বাস্থ্য সচিব ড্যানিয়েল সোরাঞ্জ জানিয়েছেন যে স্টেডিয়ামের প্রতিটি অংশে 10 শতাংশ করে দর্শক প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে ৷ প্রতিটি দল 2200 জন করে অতিথি স্টেডিয়ামে রাখতে পারবে ৷ তবে কোনও টিকিট বিক্রি করা যাবে না ৷ যাঁরা খেলা দেখতে স্টেডিয়ামে উপস্থিত হবেন, তাঁদের মাস্ক পরা বাধ্যতামূলক এবং কোভিড (Covid-19) রিপোর্ট নেগেটিভ হতে হবে ৷ স্টেডিয়ামে একে অপরের সঙ্গে 2 মিটারের দূরত্ব বজায় রাখতে হবে৷ বাইরে থেকে খাবার ও পানীয় নিয়ে যাওয়া যাবে না ৷

2019 সালে কোপা আমেরিকার ফাইনাল হয়েছিল মারাকানায় ৷ সেবার পেরুকে 3-1 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ব্রাজিল ৷ ওই ম্যাচে 60 হাজার দর্শক স্টেডিয়ামে উপস্থিত হয়েছিলেন ৷ তবে তখন করোনা ছিল না ৷ কিন্তু এখন পরিবর্তিত পরিস্থিতিতে গোটা বিশ্বেই কার্যত কোভিড প্রোটোকল মেনে খেলা চলছে ৷ কোথাও দর্শকহীন স্টেডিয়ামে খেলা চলছে ৷ কোথাও আবার খেলা হচ্ছে সীমিত সংখ্যক দর্শকের উপস্থিতিতে ৷ গত জানুয়ারিতে মারাকানায় কোপা লিবের্টাডোরেসের ফাইনাল হয় ৷ সেই ম্যাচে পালমেইরাস ও স্যান্টোসের লড়াই দেখতে পাঁচ হাজার দর্শক স্টেডিয়ামে হাজির ছিলেন ৷

আরও পড়ুন :মারাকানাজো থেকে মিনেইরাজো, ব্রাজিলের ফুটবল ট্র্যাজেডি

ওই ম্যাচে করোনা সংক্রান্ত নানা বিধিনিষেধ আরোপ করা হয়েছিল দর্শকদের জন্য ৷ কিন্তু ম্যাচের সময় সেই বিধি শিকেয় ওঠার ছবি সামনে এসেছিল ৷ ফলে ব্রাজিল-আর্জেন্টিনার লড়াই দেখতে যাঁরা হাজির হবেন, তাঁরা করোনা বিধি মানবেন কি না, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে ৷

প্রসঙ্গত, এবার করোনার কারণে কোপা আমেরিকা নিয়ে অনিশ্চিয়তার মেঘ তৈরি হয়েছিল ৷ এবারের প্রতিযোগিতার আয়োজক ছিল কলম্বিয়া ও আর্জেন্টিনা ৷ কিন্তু রাজনৈতিক ও স্বাস্থ্য পরিস্থিতি সংক্রান্ত কারণ দেখিয়ে, তারা আয়োজন থেকে পিছু হঠে ৷ প্রতিযোগিতার মাত্র দুই সপ্তাহ আগে ব্রাজিলকে আয়োজনের দায়িত্ব দেওয়া হয় ৷ কিন্তু করোনা অতিমারীর (Covid Pandemic) জেরে ব্রাজিলের পরিস্থিতি ভয়ঙ্কর ৷ তাই ব্রাজিলে এই প্রতিযোগিতা আয়োজন নিয়ে অসন্তোষ তৈরি হয় ৷ একটা সময় ব্রাজিল এবারের কোপায় খেলবে কি না, তা নিয়েও সংশয় তৈরি হয়েছিল ৷

আরও পড়ুন :Copa America 2021 : কোপার তৃতীয় স্থানের লড়াইয়ে পেরু-কলম্বিয়া

তার পর সব সমস্যা মেটে৷ প্রতিযোগিতা শুরু হয় ৷ ব্রাজিলও মাঠে নেমে ৷ নানা চড়াই-উতরাই পেরিয়ে নেমারের দল এবার ফাইনালে ৷ হাইভোল্টেজ সেই ম্যাচে অল্প হলেও কিছু দর্শক থাকবে জানতে পেরে খুশি ব্রাজিলের ডিফেন্ডার থিয়েগো সিলভা ৷ এটা দুই দলের খেলোয়াড়দের ভালো খেলতে অনুপ্রাণিত করবে বলে তিনি মনে করেন ৷

Last Updated : Jul 10, 2021, 4:52 PM IST

ABOUT THE AUTHOR

...view details