তুরিন, 27 অগস্ট : তিনটি বছর তুরিনে কাটিয়ে ফের একবার নাকি ইংল্যান্ডের পথে পাড়ি দিতে চলেছেন পর্তুগিজ ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ৷ কিছুদিন আগেই দলবদল নিয়ে শিরোনামে ছিলেন লিওনেল মেসি ৷ জল্পনার অবসান ঘটিয়ে ছোটবেলার ক্লাব বার্সেলোনা ছেড়ে লিগ ওয়ানের ক্লাব পিএসজিতে যোগ দিয়েছেন লিও ৷ এবার পালা রোনাল্ডোর ৷ শোনা যাচ্ছে, জুভেন্তাস ছেড়ে ম্যাঞ্চেস্টার সিটির পথে পা বাড়িয়েছেন সিআর 7 ৷ তুরিনের ক্লাবটিকে সাফ বলে দিয়েছেন, তাঁকে যেন ছেড়ে দেওয়া হয় ৷ এই খবরটি নিশ্চিত করেছেন ইতালির সাংবাদিক ফ্য়াব্রিজিও রোমানো ৷ তিনি যে ক্লাব ছাড়ছেন, তা জুভেন্তাসের টিমমেটদের জানিয়ে দিয়েছেন রোনাল্ডো ৷
দলবদলের আর মাত্র চারদিন বাকি রয়েছে ৷ তার মধ্যেই রোনাল্ডোর বিষয়টি পাকা করে ফেলতে চায় সিটি ৷ শোনা যাচ্ছে, রোনাল্ডো ম্যাঞ্চেস্টার সিটিতে গেলে কপাল পুড়বে রাহিম স্টার্লিংয়ের ৷ রোনাল্ডোকে ক্লাবে জায়গা করে দিতে স্টার্লিংকে ছেড়ে দিতে পারে পেপ গুয়ার্দিওলার দল ৷ এদিকে ইংল্যান্ডের বেশ কিছু সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ইতিমধ্যেই নাকি দু‘বছরের চুক্তি করে ফেলেছেন রোনাল্ডো ৷ কিন্তু সবটাই অনুমানের উপর ৷ কোনও ক্লাবই আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি ৷