পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ISL 2021-22 : কলকাতার দুই বড় ক্লাবের ব্রাত্যরাই এখনও আইএসএল’র উজ্জ্বল নক্ষত্র

আইএসএল দাপাচ্ছেন ইস্টবেঙ্গল ও মোহনবাগানের ব্রাত্য ভারতীয় ফুটবলাররা (Rejected Players of East Bengal and Mohun Bangan) ৷ যে তালিকায় রয়েছেন ভিপি সুহেরর মতো ফরওয়ার্ড, প্রণয় হালদারের মতো মিডফিল্ডার এবং নারায়ণ দাসের মতো ডিফেন্ডাররা (Star Performers of ISL Season 8) ৷

star-performers-of-isl-season-8
ISL 2021-22

By

Published : Dec 22, 2021, 10:37 AM IST

কলকাতা, 22 ডিসেম্বর : আইএসএল 8-এ ফুল ফোটাচ্ছেন কলকাতার দুই ক্লাবের বাতিল ফুটবলাররা (ISL 2021 22) ৷ ইস্টবেঙ্গল ও মোহনবাগান কোনও দলই এই মুহূর্তে খুব ভাল জায়গায় নেই ৷ অবস্থা এতটাই গুরুতর যে এটিকে মোহনবাগান কোচের পদ থেকে সরে যেতে হয়েছে আন্তেনিও লোপেজ হাবাসকে (ISL Season 8) ৷ গুঞ্জন শোনা যাচ্ছে, এখনও জয় না পাওয়া এসসি ইস্টবেঙ্গলের কোচ ম্যানেলো ডিয়াজকেও সরানো হতে পারে ৷ ইতিমধ্যে কোচ পরিবর্তন করে চার ম্যাচ পর নর্থ-ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে জয়ে ফিরেছে এটিকে মোহনবাগান ৷ আর অন্যদিকে কলকাতা ময়দানে বাতিল হওয়া এক ঝাঁক তরুণ ফুটবলার আইএসএল’র অন্য ক্লাবগুলির হয়ে দুর্দান্ত পারফর্মেন্স দিচ্ছেন (Rejected Players of East Bengal and Mohun Bangan) ৷

তাঁদের মধ্যে অন্যতম হলেন ভিপি সুহের ৷ এসসি ইস্টবেঙ্গল ও এটিকে মোহনবাগান দুই বড় দলের বিরুদ্ধেই গোল পেয়েছেন নর্থ-ইস্ট ইউনাইটেডের এই ফরওয়ার্ড ৷ ইস্টবেঙ্গলের হয়ে খেলার পাশাপাশি আই লিগ জয়ী কিভু ভিকুনার দলে ছিলেন সুহের ৷ আট ম্যাচে ইতিমধ্যেই 3 গোল করে ফেলেছেন কেরালার এই তরুণ ফরওর্য়াড (Star Performers of ISL Season 8) ৷

নারায়ণ দাস, ইস্টবেঙ্গলের প্রাক্তন এই ফুটবলার দুর্দান্ত খেলছেন চেন্নাইয়ন এফসি-র হয়ে ৷ এ মরশুমে 6টি ম্যাচ খেলেছেন তিনি ৷ এখনও পর্যন্ত চেন্নাইয়ের অর্ধের ডিফেন্স লাইনে 23টি ক্লিয়ারেন্স রয়েছে নারায়ণ দাসের ৷ সেই সঙ্গে 12 বার প্রতিপক্ষের খেলোয়াড়কে ব্লক করেছেন বক্স ও তার আশেপাশে ৷ অন্যদিকে, কলকাতার দুই বড় ক্লাবের ডিফেন্সের যা অবস্থা, তাতে নারায়ণ দাস বিকল্প হতেই পারতেন ৷

আরও পড়ুন : ATK Mohun Bagan win : ফেরান্দোর অভিষেকে জয়ের সরণিতে সবুজ-মেরুন

মিরশাদ মিচু, প্রাক্তন ইস্টবেঙ্গল গোলরক্ষক নর্থ-ইস্ট ইউনাইটেডের হয়ে খেলছেন ৷ দলের ডিফেন্সলাইন খুব ভাল খেলতে না পারায় বেশ কয়েকটি গোল খেতে হয়েছে মিরশাদকে ৷ দুই ম্যাচে চার গোল খেলেও এটিকে মোহনবাগানের বিরুদ্ধে পাঁচটি অসাধারণ সেভ করেছেন কেরালার এই গোলরক্ষক ৷ যদিও তাঁর মিসকিক থেকেই গোল পান লিস্টন কোলাসো ৷ তবে, এসসি ইস্টবেঙ্গলের বিরুদ্ধে গোল খাননি মিরশাদ ৷ সেই ম্যাচেও তিনটি সেভ করেছেন তিনি ৷

প্রণয় হালদার, গত মরশুমেও এটিকে মোহনবাগানে ছিলেন প্রণয় ৷ এই মরশুমে জামশেদপুর এফসি-র জার্সি পরে খেলছেন বাঙালি মিডফিল্ডার ৷ তাঁর দল এই মুহূর্তে পয়েন্ট টেবিলের দুই নম্বরে রয়েছে ৷ 5 ম্যাচে 112টি পাস করেছেন প্রণয় ৷ ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে 10টি ট্যাকেল রয়েছে তাঁর নামে ৷ 5টি ইন্টারসেপশন ও সমসংখ্যক ক্লিয়ারেন্স করা প্রণয়কে ধরে রাখতে পারেননি এটিকে মোহনবাগান টিম ম্যানেজমেন্ট ৷

আরও পড়ুন : ISL Kolkata Derby : আইএসএলে ফিরতি ডার্বি 29 জানুয়ারি

কমল থাটাল, গত মরশুমে প্রণয়ের মতো তিনিও এটিকে মোহনবাগান থেকে জামশেদপুরে গিয়েছেন এই মরশুমে ৷ গত দুই মরসুমে সেভাবে সুযোগ পাননি কমল ৷ তবে, নতুন দলে গিয়ে বেশ ভাল ফুটবল খেলছেন তিনি ৷ 7 ম্যাচে একটি গোল করেছেন তিনি ৷ মোট 9টি শট নিয়েছেন তেকাঠি লক্ষ্য করে ৷ এগারো খানা ক্রস করেছেন এই মিডফিল্ডার ৷

রাহুল ভেকে, 7 ম্যাচে এক গোল করেছেন প্রাক্তন ইস্টবেঙ্গল ডিফেন্ডার ৷ একটি অ্যাসিস্ট রয়েছে তাঁর ৷ রাহুল ভেকের পাসিং পার্সেন্টেজও দুর্দান্ত ৷ 88.26 শতাংশ বল সঠিক পাস করেছেন ৷ আর দুই প্রধানের অন্যতম সমস্যাই হল মিসপাস ৷ এ মরশুমে এখনও 16টি ট্যাকেল করেছেন রাহুল ভেকে ৷

আরও পড়ুন : Antonio Habas Steps Down : ব্যর্থতার দায়ে বাগানের কোচের পদ থেকে সরানো হল হাবাসকে

রেনিয়ের ফার্নান্ডেজ, এ মরশুমে মুম্বই সিটি এফসি-র হয়ে 6টি ম্যাচ খেলেছেন প্রাক্তন মোহনবাগান ফুটবলার রেনিয়ের ৷ একটি অ্যাসিস্ট রয়েছে তাঁর ৷ পাসিং অ্যাকিউরেসি 77.86 শতাংশ ৷ পাশাপাশি 12টি ট্যাকেল করেছেন তিনি ৷

ABOUT THE AUTHOR

...view details