কলকাতা, 22 ডিসেম্বর : আইএসএল 8-এ ফুল ফোটাচ্ছেন কলকাতার দুই ক্লাবের বাতিল ফুটবলাররা (ISL 2021 22) ৷ ইস্টবেঙ্গল ও মোহনবাগান কোনও দলই এই মুহূর্তে খুব ভাল জায়গায় নেই ৷ অবস্থা এতটাই গুরুতর যে এটিকে মোহনবাগান কোচের পদ থেকে সরে যেতে হয়েছে আন্তেনিও লোপেজ হাবাসকে (ISL Season 8) ৷ গুঞ্জন শোনা যাচ্ছে, এখনও জয় না পাওয়া এসসি ইস্টবেঙ্গলের কোচ ম্যানেলো ডিয়াজকেও সরানো হতে পারে ৷ ইতিমধ্যে কোচ পরিবর্তন করে চার ম্যাচ পর নর্থ-ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে জয়ে ফিরেছে এটিকে মোহনবাগান ৷ আর অন্যদিকে কলকাতা ময়দানে বাতিল হওয়া এক ঝাঁক তরুণ ফুটবলার আইএসএল’র অন্য ক্লাবগুলির হয়ে দুর্দান্ত পারফর্মেন্স দিচ্ছেন (Rejected Players of East Bengal and Mohun Bangan) ৷
তাঁদের মধ্যে অন্যতম হলেন ভিপি সুহের ৷ এসসি ইস্টবেঙ্গল ও এটিকে মোহনবাগান দুই বড় দলের বিরুদ্ধেই গোল পেয়েছেন নর্থ-ইস্ট ইউনাইটেডের এই ফরওয়ার্ড ৷ ইস্টবেঙ্গলের হয়ে খেলার পাশাপাশি আই লিগ জয়ী কিভু ভিকুনার দলে ছিলেন সুহের ৷ আট ম্যাচে ইতিমধ্যেই 3 গোল করে ফেলেছেন কেরালার এই তরুণ ফরওর্য়াড (Star Performers of ISL Season 8) ৷
নারায়ণ দাস, ইস্টবেঙ্গলের প্রাক্তন এই ফুটবলার দুর্দান্ত খেলছেন চেন্নাইয়ন এফসি-র হয়ে ৷ এ মরশুমে 6টি ম্যাচ খেলেছেন তিনি ৷ এখনও পর্যন্ত চেন্নাইয়ের অর্ধের ডিফেন্স লাইনে 23টি ক্লিয়ারেন্স রয়েছে নারায়ণ দাসের ৷ সেই সঙ্গে 12 বার প্রতিপক্ষের খেলোয়াড়কে ব্লক করেছেন বক্স ও তার আশেপাশে ৷ অন্যদিকে, কলকাতার দুই বড় ক্লাবের ডিফেন্সের যা অবস্থা, তাতে নারায়ণ দাস বিকল্প হতেই পারতেন ৷
আরও পড়ুন : ATK Mohun Bagan win : ফেরান্দোর অভিষেকে জয়ের সরণিতে সবুজ-মেরুন
মিরশাদ মিচু, প্রাক্তন ইস্টবেঙ্গল গোলরক্ষক নর্থ-ইস্ট ইউনাইটেডের হয়ে খেলছেন ৷ দলের ডিফেন্সলাইন খুব ভাল খেলতে না পারায় বেশ কয়েকটি গোল খেতে হয়েছে মিরশাদকে ৷ দুই ম্যাচে চার গোল খেলেও এটিকে মোহনবাগানের বিরুদ্ধে পাঁচটি অসাধারণ সেভ করেছেন কেরালার এই গোলরক্ষক ৷ যদিও তাঁর মিসকিক থেকেই গোল পান লিস্টন কোলাসো ৷ তবে, এসসি ইস্টবেঙ্গলের বিরুদ্ধে গোল খাননি মিরশাদ ৷ সেই ম্যাচেও তিনটি সেভ করেছেন তিনি ৷