মাদ্রিদ, 2 ফেব্রুয়ারি: 2018 বিশ্বকাপের পরপরই স্পেন ছেড়ে ইতালির পথে পা বাড়িয়েছিলেন ৷ এরপর দেড়টা বছর কেটে গেলেও বার্নাব্যুতে ফেরা হয়নি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ৷ রিয়াল মাদ্রিদের প্রাক্তন তারকা ফিরলেন, তাও আবার বছরের প্রথম এল ক্লাসিকোর দিনে ৷ আর তাতেই যেন রিয়ালের আত্মবিশ্বাস এই লহমায় বেড়ে গেল ৷ গ্যালারিতে বসে প্রাক্তন দলের হয়ে গলা ফাটালেন ৷ গোলের পর ভিনিশিয়াস জুনিয়রকে তাঁর সেলিব্রেশন নকল করতে দেখে শিশুর মতো হাততালি দিয়ে উঠলেন ৷ 2-0 গোলে রিয়ালকে বছরের প্রথম এল ক্লাসিকোয় জয়ী দেখেই তুরিনের বিমানে ওঠেন CR7 ৷
রবিবার রাতে লা লিগায় সান্তিয়াগো বার্নাব্যুতে মুখোমুখি হয়েছিল দুই যুযুধান দল ৷ তবে ঘরের মাঠে বার্সেলোনার বিরুদ্ধে জয়ের খরা ভাবিয়ে তুলেছিল জিনেদিন জিদানের দলকে ৷ চিরপ্রতিদ্বন্দ্বী বার্সাকে বার্নাব্যুতে হারিয়েছিল সেই 2014 সালে৷ তার মধ্যে গত সপ্তাহে রিয়ালের হারের সুযোগে লিগের মগডালে উঠে বসেছিল মেসিরা ৷ রবিবার রাতে বার্নাব্যুতে বার্সেলোনাকে 2-0 গোলে হারিয়ে সেই ক্ষতি পুষিয়ে নিয়েছে জিনেদিন জিদানের দল ৷ ছয় বছর পর লিগের ম্যাচে ঘরের মাঠে বার্সাকে হারাতে পেরেছে রামোসরা ৷