পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

সোসিদাদকে 2-1 গোলে হারিয়ে লা-লিগার শীর্ষে রিয়াল মাদ্রিদ - করিম বেঞ্জিমা

রিয়াল সোসিদাদের বিরুদ্ধে 2-1 গোলে জয় রিয়াল মাদ্রিদের ৷ একই সঙ্গে লা-লিগার শীর্ষে উঠে এল জিজুর দল ৷

image
লা-লিগার শীর্ষে রিয়াল মাদ্রিদ

By

Published : Jun 22, 2020, 6:59 AM IST

মাদ্রিদ (স্পেন), 22 জুন : বার্সার ড্র করার দিনই অঙ্কটা কষা হয়ে গিয়েছিল জিনেদিন জিদানের মনে ৷ রিয়াল সোসিদাদের বিপক্ষে জয় তুলে নিতে পারলেই লা-লিগার ইঁদুর দৌড়ে ফের সবার উপরে চলে আসবে রিয়াল মাদ্রিদ ৷ সেইমতো অ্যাওয়ে ম্যাচ খেলতে নেমে সোসিদাদকে হারাল স্প্যানিশ জায়েন্টরা ৷ খেলার ফলাফল রিয়ালের পক্ষে 2-1 ৷ বর্তমানে দুই দলের পয়েন্ট সমান হলেও মরশুমে মুখোমুখির বিচারে এগিয়ে রিয়াল ৷ তাই পয়েন্ট টেবিলের সবার উপরে চলে এল জিনেদিন জিদানের ছেলেরা ৷

তবে সোসিদাদকে হারাতে যথেষ্ট বেগ পেতে হয় রিয়ালকে ৷ পুরো ম্যাচে বল পজ়িশন ছিল প্রায় সমান সমান ৷ প্রথমার্ধ্বে সোসিদারের বেশ কয়েকবার চকিত আক্রমণে নড়ে যায় রিয়ালের ডিফেন্স ৷ তবে ক্ষতি তেমন কিছু হয়নি ৷ একটু পর হলেও খেলায় ফেরে জিজুর রিয়াল মাদ্রিদ ৷ প্রথমার্ধ্বে গোলশূন্য অবস্থায় খেলা শেষ হয় ৷

দ্বিতীয়ার্ধ্বে ভিনিসুয়াসকে বক্সের মধ্যে ফাউল করে সোসিদাদ ৷ পেনাল্টি পায় রিয়াল ৷ নিখুঁত শটে গোল করে যান সার্জিও রামোস ৷ এর পর 67 মিনিটে সোসিদাদ গোল করলেও VAR চেকিংয়ের পর তা বাতিল ঘোষণা করেন রেফারি ৷ এর কিছুক্ষণ পরই ফের গোল করে দলকে এগিয়ে দেন ফরাসি স্ট্রাইকার করিম বেঞ্জিমা ৷ অসাধারণ দক্ষতায় বিপক্ষ গোলরক্ষককে বোকা বানিয়ে গোল করেন তিনি ৷ তবে খেলার 83 মিনিটে গোল করে সোসিদাদের হয়ে ব্যবধান কমান মাইকেল মেরিনো ৷

আরও পড়ুনঃ- অ্যাস্টন ভিলাকে 2-1 গোলে হারাল চেলসি

আর রিয়ালের জয়ের দিন অনন্য রেকর্ড গড়লেন সার্জিও রামোস ৷ ডিফেন্ডার হলেও গোল করা তাঁর পুরানো অভ্যাস ৷ যতবার রিয়াল বিপদে পড়েছে গোল করে ত্রাতার ভূমিকায় দেখা গেছে অধিনায়ক সার্জিও রামোসকে ৷ এদিনও তার ব্যতিক্রম হল না ৷ রিয়ালের হয়ে প্রথম গোলটি করেন তিনিই ৷ একই সঙ্গে লা-লিগায় অনন্য রেকর্ড গড়লেন তিনি ৷ ডিফেন্ডার হিসেবে লা-লিগায় সর্বোচ্চ গোলের মুকুট এখন তাঁর মাথায় ৷ রিয়াল সোসিদাদের বিরুদ্ধে পেনাল্টি থেকে গোল করার পরই লা -লিগায় 68 টি গোল করে ফেললেন রামোস ৷ পিছনে ফেললেন বার্সেলোনার রোনাল্ড কোমেনকে ৷

স্পেনের এই ফুটবল তারকা দেশের হয়ে দু’বার ইউরো কাপ ও একবার বিশ্বকাপ জিতেছেন ৷ সেভিলাতে 2004 সালে তাঁর পেশাদার ফুটবল কেরিয়ার শুরু করেন ৷ 2005 সালে আসেন রিয়াল মাদ্রিদে ৷ সেই থেকেই সান্তিয়াগো বার্নাবিউতেই রয়ে গেছেন এই তারকা ফুটবলার ৷ রিয়ালের হয়ে চার বার লা-লিগা ও চার বার চ্যাম্পিয়ন লিগ জিতেছেন তিনি ৷

ABOUT THE AUTHOR

...view details