পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

তুষারপাতের কারণে বাতিল রিয়াল কাশ্মীর-ইস্টবেঙ্গল ম্যাচ - I-League

রবিবার (১০ ফেব্রুয়ারি) কাশ্মীরে ইস্টবেঙ্গলের ম্যাচ ছিল। তুষারপাতের কারণে তা বাতিল করা হয়

ফাইল ফোটো

By

Published : Feb 8, 2019, 11:54 PM IST

কলকাতা, ৮ ফেব্রুয়ারি : খারাপ আবহাওয়ার কারণে বাতিল রিয়াল কাশ্মীর বনাম ইস্টবেঙ্গল ম্যাচ। সূচি অনুসারে রবিবার (১০ ফেব্রুয়ারি) কাশ্মীরে ম্যাচটি হওয়ার কথা ছিল। তবে ম্যাচটি কোথায় হবে সে বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি।

কয়েকদিন ধরে কাশ্মীরে তুষারপাত হচ্ছে। বুধবার গোকুলাম FC-র ম্যাচ চলাকালীন তুষারপাত হয়েছিল। তারপর আবহাওয়ার উন্নতি হয়নি। আই লিগ খেতাবি দৌড়ের গুরুত্বপূর্ণ ধাপে কোনও দলই ফুটবলের বাইরের কোনও কারণে যাতে অসুবিধায় না পড়ে তা নিয়ে চিন্তাভাবনা করা হয় ফেডারেশনের তরফে। তারপরই খেতাবি দৌড়ে থাকা ইস্টবেঙ্গল ও রিয়াল কাশ্মীরের ম্যাচটি বাতিল করা হয়।

ইস্টবেঙ্গলের CEO সঞ্জিত সেন বলেন, "ম্যাচ বাতিলের খবর সরকারিভাবে পেয়েছি। তবে ম্যাচটি কোথায় হবে তা জানি না।" অপরদিকে, ঘরের মাঠে নেরোকা FC-কে ২-১ গোলে হারানোর পর এখন আত্মবিশ্বাসে ভরপুর লাল-হলুদ ব্রিগেড। মাত্র তিনদিনের ব্যবধানে কঠিন পরিস্থিতিতে খেলতে হত ইস্টবেঙ্গলকে। কম সময়ের ব্যবধানে ম্যাচ খেলার ঝক্কির সঙ্গে দ্রুত আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়ার চ্যালেঞ্জ সামলাতে হত লাল-হলুদ ফুটবলারদের। সেদিক থেকে ম্যাচ বাতিলের খবরের কিছুটা হলেও স্বস্তির নিশ্বাস ইস্টবেঙ্গলে।

ABOUT THE AUTHOR

...view details