পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Cristiano Ronaldo : রোনাল্ডোর ঘর ওয়াপসিতে উচ্ছ্বসিত ক্রীড়াবিশ্ব, শুভেচ্ছায় ভাসলেন সি আর 7 - রোনাল্ডোর ম্যান ইউতে যোগ দেওয়ার পর প্রতিক্রিয়া

গতকালই ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে 12 বছর পর ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ফেরার কথা নিশ্চিত করা হয়েছে ৷

Cristiano Ronaldo
Cristiano Ronaldo

By

Published : Aug 28, 2021, 6:07 PM IST

লিসবন, 28 অগস্ট : ঘরের ছেলে ঘরে ফিরছেন ৷ দীর্ঘ 12 বছর পর ফের ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের লাল জার্সি গায়ে চড়াতে চলেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ৷ শুরুটা যেখানে করেছিলেন, যেখানে কেটেছে যৌবনকাল ৷ খ্যাতি, যশ, অর্থ সবকিছুর সূচনা যে ক্লাবের হাত ধরে, কেরিয়ারের সায়াহ্নে এসে সেখানেই ফিরলেন 36 বছরের রোনাল্ডো ৷ তাঁর এই ঘরে ফেরার উদযাপনে মেতেছে গোটা ক্রীড়াবিশ্ব ৷ দেশ বিদেশের ফুটবলাররা তো রয়েছেনই, অন্যান্য খেলার সঙ্গে যুক্ত মানুষরাও রোনাল্ডোকে শুভেচ্ছায় ভাসিয়েছেন ৷ অভিনন্দন জানিয়েছে আইপিএলের দলগুলিও ৷

গতকাল গোটা দিন ধরে রোনাল্ডোর দলবদল নিয়ে নাটক চলে ৷ প্রথম পর্তুগিজ তারকাকে দলে টানার চেষ্টায় নেমেছিল ম্যাঞ্চেস্টার সিটি ৷ পরে সেই অবস্থান থেকে সরে আসে সিটি ৷ এরপর আসরে নামে পুরানো ক্লাব ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ৷ নাটকের সমাপ্তি হয় রাতের দিকে ৷ ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের পক্ষ থেকে টুইট করে রোনাল্ডোকে স্বাগত জানানো হয় ৷ তারপরই বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম শুভেচ্ছায় ভেঙে পড়ে ৷ ম্যান ইউ-এর টুইটারে রোনাল্ডোর ছবি নিচে লেখা হয়, "ওয়েলকাম হোম ৷" সেই টুইটের কমেন্ট বক্সে প্রিমিয়ার লিগের তরফে পর্তুগিজ ফুটবল তারকাকে স্বাগত জানানো হয়েছে ৷

শুভেচ্ছাদাতাদের তালিকায় প্রথমেই ম্যান ইউয়ের সদস্যদের কথা বলা যাক ৷ ওল্ড ট্র্যাফোর্ডে ক্রিশ্চিয়ানোকে স্বাগত জানাতে লাল কার্পেট বিছিয়ে দিয়েছেন হ্যারি মাগুয়ের, মার্কাস ব়্যাশফোর্ড, ব্রুনো ফার্নান্ডেজরা ৷ মজা করে ব্রুনো ফার্নান্ডেজ লিখেছেন, "এজেন্ট ব্রুনো ৷ ওয়েলকাম ব্যাক হোম ক্রিশ্চিয়ানো ৷" ব়্যাশফোর্ড লেখেন, "ওয়াও, ওয়াও, ওয়াও ৷ সে ঘরে ফিরছে ৷" রোনাল্ডোকে ক্লাবে স্বাগত জানিয়েছেন হ্যারি মাগুয়ের ৷

আরও পড়ুন : Cristiano Ronaldo : ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে ফিরছেন রোনাল্ডো, স্বাগত জানাল রেড ডেভিলসরা

ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের একনিষ্ঠ ভক্ত বলে পরিচিত কিংবদন্তি প্রাক্তন স্র্পিন্টার উসেইন বোল্ট ৷ রোনাল্ডোর ওল্ড ট্র্যাফোর্ডে ফেরার খবরে ভীষণ খুশি বোল্ট ৷ ইতিমধ্য়েই টুইটারে রোনাল্ডোর সঙ্গে খান চারেক ছবিও পোস্ট করা হয়ে গিয়েছে বিদ্যুৎমানবের ৷ 'ওয়েলকাম ব্যাক' লিখে পুরানো ক্লাবে রোনাল্ডোকে স্বাগত জানিয়েছেন বোল্ট ৷

ABOUT THE AUTHOR

...view details