পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

দল তুলে নেওয়ার হুমকি, ফেডারেশনকে আক্রমণ রঞ্জিত বাজাজের - kolkata

মিনার্ভা পঞ্জাবের কর্ণধার রঞ্জিত বাজাজ টুইট করে সর্বভারতীয় ফেডারেশনের পদক্ষেপের প্রতিবাদ করলেন। ঘরের মাঠ হিসেবে মিনার্ভা পঞ্জাব ওড়িশার ভুবনেশ্বরকে দেখিয়েছে। কারণ পঞ্চকুল্লায় যে মাঠটিতে মিনার্ভা আই লিগের ম্যাচ খেলেছিল তা AFC-র ম্যাচের আয়োজনের জন্য উপযুক্ত নয়।

মিনার্ভা পঞ্জাবের কর্ণধার রঞ্জিত বাজাজ

By

Published : Apr 5, 2019, 10:50 PM IST

কলকাতা, 5 এপ্রিল : মিনার্ভা পঞ্জাবের কর্ণধার রঞ্জিত বাজাজ টুইট করে সর্বভারতীয় ফেডারেশনের পদক্ষেপের প্রতিবাদ করলেন। গত আইলিগের চ্যাম্পিয়ন হওয়ায় এবছর AFC খেলছে মিনার্ভা পঞ্জাব। ঘরের মাঠ হিসেবে মিনার্ভা পঞ্জাব ওড়িশার ভুবনেশ্বরকে দেখিয়েছে। কারণ পঞ্চকুল্লায় যে মাঠটিতে মিনার্ভা আইলিগের ম্যাচ খেলেছিল তা AFC-র ম্যাচের আয়োজনের জন্য উপযুক্ত নয়। বিষয়টি অনুমান করে মিনার্ভা পঞ্জাব জানুয়ারি মাসে ভুবনেশ্বর স্টেডিয়াম ভাড়া নিয়েছিল।

কিন্তু সর্বভারতীয় ফেডারেশন এক অজ্ঞাত কারণে মিনার্ভা পঞ্জাবের নথিভুক্তকরণ বাতিল করে দিয়েছে। এই অবস্থায় সমস্যায় পড়েছে মিনার্ভা। তারা যদি ম্যাচ আয়োজন করতে না পারে তাহলে AFC-র কড়া শাস্তির মুখে পড়বে। কারণ ম্যাচের স্থান বদল করতে হলে AFC-কে নির্দিষ্ট সময়ের আগে জানাতে হয়। পরিস্থিতি কঠিন বুঝতে পেরে রঞ্জিত বাজাজ টুইট করে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের বিরুদ্ধে সুর চড়িয়েছেন। তাঁর মতে, সর্বভারতীয় ফুটবল ফেডারেশন তৃতীয় পক্ষের প্ররোচনায় এই পদক্ষেপ গ্রহণ করেছে। যা আদতে পঞ্জাবের ক্লাব দলটিকে শেষের পথে ঠেলে দেবে। AFC যদি ব্যবস্থা নেয় তাহলে মিনার্ভা পঞ্জাব ক্লাবটি তিনি তুলে দেবেন। বিপদ থেকে বাঁচাতে রঞ্জিত বাজাজ ওড়িশার মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেছেন।

সুপার কাপ থেকে আইলিগের সাত দলের জোট সরে দাঁড়িয়েছে। ISL-র চ্যাম্পিয়ন বেঙ্গালুরু FC বৃহস্পতিবার আইলিগ চ্যাম্পিয়ন চেন্নাই সিটি FC-র কাছে পরাজিত হয়েছে। যা আদতে আইলিগের ক্লাব জোটের হাতকে শক্ত করেছে। রঞ্জিত বাজাজ আইলিগে অশান্ত কাশ্মীরে গিয়ে রিয়াল কাশ্মীরের বিরুদ্ধে খেলতে অস্বীকার করেছিল। যা আদালত অবধি গড়িয়েছিল। মিনার্ভা পঞ্জাবের এই পদক্ষেপ ফেডারেশন সেসময় ভালো ভাবে নেয়নি। অনেকেই মনে করছেন, আইলিগের জোটকে বার্তা দিতে মিনার্ভাকে পরোক্ষে অস্বস্তিকর অবস্থার মধ্যে ফেলল ফেডারেশন।

ABOUT THE AUTHOR

...view details