পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Ex footballers on East Bengal performance : লাল-হলুদ জার্সির ঐতিহ্য এখনও বুঝে উঠতে পারেননি চিমারা, আক্ষেপ প্রাক্তনদের - East Bengal loses to North East United FC on Friday

2021-22 আইএসএলের প্রথম সাত ম্যাচের তিনটিতে ড্র। শুক্রবার নর্থ-ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে 0-2 গোলে হার (East Bengal loses to North East United FC on Friday) জয় আদৌও আসবে কি না, কেউ জোর দিয়ে বলতে পারছেন না।

Ex footballers on East Bengal performance
লাল-হলুদ জার্সির ঐতিহ্য এখনও বুঝে উঠতে পারেনি চিমারা, বলছেন নবি-মেহতাব

By

Published : Dec 18, 2021, 5:22 PM IST

কলকাতা, 18 ডিসেম্বর : অসহায় আত্মসমর্পণের সেরা উদাহরণ এখন এসসি ইস্টবেঙ্গল। যে লাল-হলুদ জার্সি এতদিন ছিল লড়াইয়ের প্রতিশব্দ, আইএসএলে তা শুধুই স্মৃতি। 2021-22 আইএসএলের প্রথম সাত ম্যাচের তিনটিতে ড্র। শুক্রবার নর্থ-ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে 0-2 গোলে হার (East Bengal loses to North East United FC on Friday) জয় আদৌও আসবে কি না, কেউ জোর দিয়ে বলতে পারছেন না। পেরোসোভিচ ছাড়া বাকি বিদেশিরা তথৈবচ। দেশীয় ফুটবলারদের মধ্যে হীরা মণ্ডল, মহম্মদ রফিক ছাড়া বাকিরা খেলতে হয় তাই খেলছেন।

সমর্থকরা প্রিয় দলের এই আত্মসমর্পণ দেখে শিউড়ে উঠছেন। কোন পথে আসবে সাফল্য বুঝতে পারছেন না কেউ। এরইমধ্যে অব্যাহত ক্লাবকর্তা বনাম লগ্নিকারী সংস্থার টানাপোড়েন। দলবদলের দ্বিতীয় উইন্ডোতে ফুটবলার বদল করার কথা ক্লাবের তরফে বারংবার বলা হলেও তা লগ্নিকারীরা কতটা আমল দিচ্ছেন তা নিয়ে রয়েছে বড়সড় প্রশ্ন।

আরও পড়ুন : SC East Bengal vs North East United FC : পেরোসেভিচের লাল কার্ড, নর্থ-ইস্টের কাছে আত্মসমর্পণ ছন্নছাড়া লাল-হলুদের

ইস্টবেঙ্গলের প্রাক্তনী রহিম নবি মনে করেন, কোচের দলগঠনে বুদ্ধির প্রয়োজন রয়েছে ৷ লাল-হলুদ জার্সির ঐতিহ্য এখনও বুঝে উঠতে পারেনি ইস্টবেঙ্গল ফুটবলাররা (Rahim Nabi says East Bengal foreigners are not aware of Red and Gold jersey yet)। ওদের সেটা বুঝিয়ে মানসিকভাবে শক্তিশালী করে তুলতে হবে ৷ অন্যদিকে মেহতাব হোসেন হতাশার মধ্যেও ইস্টবেঙ্গল নিয়মিত গোল করে যাওয়াকে ইতিবাচক দিক হিসেবে দেখছেন। এই ইতিবাচক দিককে কাজে লাগিয়ে ঘুরে দাঁড়ানোর কথা বলছেন প্রাক্তন মিডফিল্ড জেনারেল।

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details