কলকাতা, 5 অক্টোবর : দুই তরফের দ্বন্দ্ব আগে থেকেই চলছিল ৷ আর এবার মুখ খুললেন কোয়েস চেয়ারম্যান অজিত আইজ়্যাক ৷ আর তাতেই কলকাতা লিগের শেষ ম্যাচে ইস্টবেঙ্গলের মাঠে না নামা বিতর্ক নতুন মাত্রা পেল ৷
মাঠে না নামার ঘটনায় ক্লাবকর্তাদের দিকে আঙুল কোয়েস চেয়ারম্যানের
কাস্টমসের বিরুদ্ধে মাঠে না নামার দায় ক্লাবকর্তাদের উপর চাপালেন কোয়েস চেয়ারম্যান অজিত আইজ়্যাক ৷
কলকাতা লিগ জেতার জন্য কাস্টমসকে কমপক্ষে সাত গোলের ব্যবধানে হারাতে হত ইস্টবেঙ্গলকে ৷ এই পরিস্থিতিতে বৃহস্পতিবার মাঠে দল নামায়নি লাল-হলুদ শিবির । এরপর কোয়েস ও ইস্টেবঙ্গেল মধ্যে দোষারোপের পালা শুরু হয় ৷ কার অঙ্গুলিহেলনে দলই নামানো হল না তা নিয়ে বিতর্ক অব্যাহত ৷ ক্লাবকর্তারা বলছেন, ফুটবল বিভাগ তাঁদের হাতে নেই । যাবতীয় সিদ্ধান্ত কোচ ও বিনিয়োগ সংস্থার । শতবর্ষে কলকাতা লিগ জিততে না পারার আক্ষেপ যেমন রয়েছে তেমনই আছে মাঠে না নামার লজ্জাও ৷ তা নিয়ে সোশাল মিডিয়ায় সরব সদস্য-সমর্থকরা ।
এরই মধ্যে কোচ আলেয়ান্দ্রো মেনেনদেজ় গার্সিয়া আই লিগের প্রস্তুতি নিয়ে দিনক্ষণ জানিয়েছেন । কলকাতাতেই প্রি-সিজন সারার কথা বলেছেন । তা নিয়ে কটাক্ষ শুরু হয়েছে । কেন গতবছরের মতো দল বিদেশে যাচ্ছে না, তা নিয়ে নানা মুনির নানা মত । এই অবস্থায় কোয়েস চেয়ারম্যানের টুইট বিতর্কের মাত্রা বাড়াল । এরপরই কোয়েস ও ইস্টবেঙ্গলের বিচ্ছেদ নুিয়ে ফের গুঞ্জন ফের শুরু হয়েছে