কাতার, 16 জুন: বিশ্বজুড়ে পরিস্থিতি যাই হোক, 2022 বিশ্বকাপ আয়োজন নিয়ে ঢিলেমি দিতে রাজি নয় কাতার ৷ বিশ্বকাপ এখনও দু'বছর বাকি ৷ তার আগেই প্রস্তুত হয়ে গেল বিশ্বকাপের তৃতীয় স্টেডিয়াম ৷ ইতিমধ্যেই এই স্টেডিয়ামের উদ্বোধনও হয়ে হয়েছে ৷
কোরোনা আতঙ্ক কাটিয়ে মাঠে ফিরেছে ফুটবল ৷ লা লিগা, বুন্দেশলিগা শুরু হয়েছে ৷ বিশ্বের বাকি জনপ্রিয় ফুটবল লিগগুলিও ফেরার অপেক্ষায় ৷ তার মাঝে তৃতীয় স্টেডিয়াম প্রস্তুত করে কোরোনায় যুঝতে থাকা দুনিয়াকে বার্তা দিতে চেয়েছে কাতার ৷ ভাইরাসের আতঙ্ক কাটিয়ে খুব শীঘ্রই ফিরবে ফুটবল ৷ প্যানডেমিকের চ্যালেঞ্জ উপেক্ষা করে এই বার্তাই দিতে চেয়েছে তারা ৷