জুরিখ, 24 ডিসেম্বর: মহামারির কারণে স্থগিত ছিল ফিফা ক্লাব বিশ্বকাপ 2020 ৷ এবার প্রতিযোগিতার নতুন দিন ঘোষণা হল ৷ আগামী বছরের ফেব্রুয়ারি মাসের 1 থেকে 21 তারিখে অনুষ্ঠিত হবে বিশ্ব ক্লাব ফুটবলের সবচেয়ে বড় আসর ৷
6টি মহাদেশের সেরা ক্লাবগুলি ও নেশান লিগ চাম্পিয়ান ক্লাব অংশগ্রহণ করবে এই প্রতিযোগিতায় ৷ খেলাগুলি হবে কাতারের আহমেদ বিন আলি, খলিফা ইন্টারন্যাশানাল এবং এডুকেশন সিটি স্টেডিয়ামে ৷