পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

চলতি সপ্তাহে খুলবে জট, আশার আলো ইস্টবেঙ্গলে - INVESTOR

ক্লাব কর্তা এবং লগ্নিকারীদের তরফ থেকে এমন আভাসই মিলেছে ।

east-bengal-club-
চলতি সপ্তাহে খুলবে জট, আশার ইঙ্গিত ইস্টবেঙ্গল লগ্নিকারীর

By

Published : Jun 23, 2021, 12:59 AM IST

কলকাতা, 23 জুন: চলতি সপ্তাহে ইস্টবেঙ্গল ক্লাব কর্তারা লগ্নিকারীর পাঠানো চূড়ান্ত চুক্তিপত্রে স্বাক্ষর করবেন ৷ এই ধারণা অমূলক নয় । অন্তত ক্লাব কর্তা এবং লগ্নিকারীর তরফ থেকে এই আভাসই মিলেছে । ইতিমধ্যে আইএসএলের (ISL) দশটি দল তাদের জার্সির নমুনা এফএসডিএল-এর (FSDL) অফিসে জমা দিয়েছে । ব্যতিক্রম কেবল লাল-হলুদ ব্রিগেড ।

এসসি ইস্টবেঙ্গল (SC East Bengal) সময় চেয়ে আবেদন করেছে বলে খবর পাওয়া যাচ্ছে । যা ক্লাব এবং লগ্নিকারীর টানাপোড়েনের মধ্যে আশার আলো সঞ্চার করেছে । যদিও ইস্টবেঙ্গল ক্লাবের নিজেদের অবস্থান জানানোর সময়সীমা চলতি সপ্তাহেই শেষ হচ্ছে । এর মধ্যে ক্লাবকর্তারা চূড়ান্ত চুক্তিপত্রের তিনটি শর্ত নিয়ে আপত্তি তুলেছেন । তা তাঁরা জানিয়েও দিয়েছেন । কর্তারা আশা করছেন লগ্নিকারীর তরফে এই বিষয়ে ইতিবাচক সাড়া মিলবে ।

আরও পড়ুন: ইস্টবেঙ্গলকে রেখেই আইএসএলে মাঠ সাজিয়েছে এফএসডিএল

শোনা যাচ্ছে এফএসডিএলকে চুক্তি স্বাক্ষরের ব্যাপারে জানিয়েও দিয়েছেন লাল-হলুদ কর্তারা । যদিও এই বিষয়ে মুখ খুলতে চাইছেন না তাঁরা ৷ বরং বলছেন, লগ্নিকারীরাই বলতে পারবে । কারণ এফএসডিএল তাদের সঙ্গেই যোগাযোগ রাখে । দুই তরফের কথার ভিত্তিতে বলা যায়, ইস্টবেঙ্গলের জট খোলার একটা জোরালো চেষ্টা চলছে ৷ সব কিছু ইতিবাচক দিকেই এগোচ্ছে ।

ABOUT THE AUTHOR

...view details