পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

2 বছরের চুক্তিতে এটিকে-মোহনবাগানে প্রীতম কোটাল - 2016 সালে ATK ISL চ্যাম্পিয়ন

নতুন বছরে ATK-র সঙ্গে মোহনবাগানের গাঁটছড়া হয়েছে । পালতোলা নৌকার লোগো সম্বলিত সবুজ-মেরুন জার্সিতে মাঠে নামবে আন্তেনিও লোপেজ হাবাসের ছেলেরা । ফের সবুজ-মেরুন জার্সিতে নামার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত প্রীতম কোটাল নিজেও ।

প্রীতম কোটাল
প্রীতম কোটাল

By

Published : Jul 29, 2020, 10:31 PM IST

কলকাতা, 29 জুলাই : দুই বছরের জন্য এটিকে-মোহনবাগানের সঙ্গে চুক্তিবদ্ধ হলেন প্রীতম কোটাল । মোহনবাগান দিবসে সরকারি ভাবে তাঁর সঙ্গে চুক্তির কথা ঘোষণা করল ক্লাব । দুইবারের চ্যাম্পিয়ন দলের অপরিহার্য সদস্য গত মরশুমের মতো 2016 সালে ATK কে ISL চ্যাম্পিয়ন হওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন ।

নতুন বছরে ATK-র সঙ্গে মোহনবাগানের গাঁটছড়া হয়েছে । পালতোলা নৌকার লোগো সম্বলিত সবুজ-মেরুন জার্সিতে মাঠে নামবে আন্তেনিও লোপেজ হাবাসের ছেলেরা । ফের সবুজ-মেরুন জার্সিতে নামার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত প্রীতম কোটাল নিজেও । ‘‘এটিকে-মোহনবাগানে সই করে আমি খুশি । দুটো ক্লাবে খেলার সুযোগ আমি পেয়েছি । তাই এই ঘটনাটি আমার কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ । নতুন মরশুমে দলের হয়ে নিজেকে উজাড় করে ট্রফি জয়ই লক্ষ্য," বলেছেন বাঙালি ডিফেন্ডার ।

আরও পড়ুন :- ডিজিটাল মাধ্যমে মোহনবাগান দিবস পালন

2014 সালে পুনে সিটির জার্সিতে ISL খেলা শুরু করেন । 2015 সালে প্রথমবার ভারতীয় দলে জায়গা পান প্রীতম । 2016 সালে ATK-তে লোনে খেলেন তিনি ৷ তারপর দিল্লি -ডায়নামোজ়ে খেলেন 2017 সালের ISL ৷ ফের 2018-19 মরশুমে কলকাতায় ফিরে ATK তে যোগ দেন । গত মরশুমের ইন্ডিয়ান সুপার লিগ চ্যাম্পিয়ন হওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ।

আরও পড়ুনঃ-বাগানরত্ন গুরবক্স সিং ও পলাশ নন্দী, একনজরে মোহনবাগান দিবস

রয় কৃষ্ণ, ডেভিড উইলিয়ামসের গোলক্ষুধা যদি ATK-র গোল পাওয়ার বড় অস্ত্র হয় তাহলে প্রীতম কোটালদের রক্ষনভাগে ভালো ফুটবল হাবাসের চিন্তা কমিয়েছিল । এবারও নতুন জার্সিতে একই লক্ষপূরণে প্রীতমরা যে স্প্যানিশ কোচের বড় ভরসা, তা বলার অপেক্ষা রাখে না ।

ABOUT THE AUTHOR

...view details