লন্ডন, 6 মার্চ : বিশ্বজুড়ে কোরোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে অনেকে ৷ আক্রান্ত লক্ষাধিক ৷ এই পরিস্থিতিতে বড়সড় সিদ্ধান্ত নিল ইংলিশ প্রিমিয়ার লিগ অধিকারিকরা ৷ ম্যাচ শুরুর আগে অফিসিয়াল ও ফুটবলারদের মধ্যে হ্যান্ডশেক নিষিদ্ধ করা হল ৷
কোরোনা আতঙ্ক, ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যাচ শুরুর আগে নিষিদ্ধ করমর্দন
কোরোনা আতঙ্কের মাঝে পদক্ষেপ করল প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ৷ অনির্দিষ্টকালের জন্য ম্যাচ শুরুর আগে করমর্দন নিষিদ্ধ করা হল ৷
কোরোনা আতঙ্কের প্রভাব পড়েছে বিভিন্ন ক্ষেত্রে । নির্দেশিকা জারি করেছে একাধিক স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় । পর্যটকদের প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে অনেক জায়গাতেই । প্রভাব পড়েছে ক্রীড়াক্ষেত্রেও ৷ 3 এপ্রিল পর্যন্ত বদ্ধঘরে সমস্ত খেলা হবে বলে বুধবারই ইট্যালি সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয় ৷
নিজেদের ওয়েবসাইটে প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, সর্দি ও মুখ নিঃসৃত লালা থেকে কোরোনা ভাইরাস ছড়ায় ৷ ধীরে ধীরে তা হাতে আসে এবং করমর্দনের মাধ্যমে অন্যজনের শরীরে ছড়িয়ে পড়তে পারে ৷ তাই পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত ম্যাচ শুরুর আগে করমর্দন করতে নিষেধ করা হয়েছে ৷ যদিও প্রোটোকল মেনে ম্যাচ শুরুর আগে ফুটবলার ও অফিসিয়ালরা সারিবদ্ধ হয়ে মাঠে নামবেন ৷