কলকাতা, 26 অগাস্ট : অর্জুন সম্মান প্রাপকদের ক্লাবে নবতম সদস্য হিসেবে সন্দেশ ঝিঙ্গানকে স্বাগত জানালেন পূর্বসূরীরা । জাতীয় স্পোর্টস দিবসে অর্জুন প্রাপকদের হাতে তুলে দেওয়া হবে অর্জুন সম্মান । এই পুরস্কারের জন্য তরুণ ডিফেন্ডারের নাম ঘোষিত হতেই অভিনন্দনের বন্যা বইতে থাকে ।
অর্জুন পুরস্কার প্রাপক পূর্বসূরী ফুটবলাররা সন্দেশ ঝিঙ্গান কে "এলিট অর্জুন ক্লাব" এ স্বাগত জানালেন । নেতৃত্ব দিলেন বর্তমান ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রী । 2011 সালে অর্জুন এবং 2019 সালে পদ্ম সম্মানে ভূষিত হয়েছেন তিনি । ‘‘খবরটা শোনার পরে প্রথমেই সন্দেশকে অভিনন্দন জানাতে চেয়েছিলাম । ফোন করে ওয়েলকাম টু দ্য অর্জুন ক্লাব বলার পাশাপাশি দীর্ঘক্ষণ কথা বলেছি,’’ বলেছেন সুনীল ছেত্রী । ভারতীয় দলের সতীর্থ সম্বন্ধে প্রশংসা করতে গিয়ে অনর্গল মেন ইন ব্লু এর অধিনায়ক । তাঁর মতে, ‘‘ নতুন প্রজন্মের সামনে আদর্শ উদাহরণ । ভয়ডরহীন, অসাধারণ ফুটবলের শিক্ষার্থী সন্দেশ । দলের এমন একজন সতীর্থ যার উপরে আমি সবসময় নিশ্চিন্তে ভরসা করে থাকি । ’’