হাওড়া, 30 এপ্রিল : চুনী গোস্বামীর মৃত্যুতে শোকপ্রকাশ করলেন আরেক প্রাক্তন ফুটবলার প্রসূন বন্দ্যোপাধ্যায় । বলেন, ভারতীয় ফুটবলে নক্ষত্র পতন হল ।
"অর্জুন পুরস্কার পাওয়ার পর প্রথম ফোন চুনীদাই করেছিলেন" - অর্জুন পুরস্কার
পিকে বন্দ্যোপাধ্যায়ের পর চুনী গোস্বামীর মৃত্যুতে ভারতীয় ফুটবলের যে ক্ষতি হল তা এককথায় অপূরণীয় । চুনীদার মৃত্যু তাঁর কাছে বিরাট বেদনার । বললেন প্রসূন বন্দ্যোপাধ্যায় ৷
তিনি বলেন, "পিকে বন্দ্যোপাধ্যায়ের পর চুনী গোস্বামীর মৃত্যুতে ভারতীয় ফুটবলের যে ক্ষতি হল তা এককথায় অপূরণীয় । চুনীদার মৃত্যু আমার কাছে বেদনার । উনি আমার খুব কাছের মানুষ ছিলেন । আমাকে খুব ভালোবাসতেন । তাই অর্জুন পুরস্কার পাওয়ার পর প্রথম ফোন আসে চুনীদার থেকেই । উনি আমাকে প্রথম ফোন করে শুভেচ্ছা জানিয়ে ছিলেন ।"
তিনি আরও বলেন, "আজ তাঁকে হারানোর দিনে সেই কথাই আমার বারবার মনে পড়ছে । শুধু তাই নয় দাদার সঙ্গে অনেক ভালো মুহূর্ত কাটিয়েছি আমি, বাবলু, প্রশান্ত প্রত্যেকেই । মনের দিক থেকে অত্যন্ত মাটির মানুষ ছিলেন চুনীদা । তিনি অসুস্থ সেটা আমি শুনেছিলাম কিন্তু এভাবে চলে যাবেন এটা কখনই ভাবতে পারিনি । প্রদীপ কুমার বন্দ্যোপাধ্যায়ের পর চুনী গোস্বামী চলে যাওয়া ভারতীয় ফুটবলের অপূরণীয় ক্ষতি ।"