পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ক্লাব জোটের সঙ্গে বৈঠকে বসতে রাজি প্রফুল প্যাটেল - praful patel

জট কাটতে পারে সুপার কাপের।

প্রফুল প্যাটেল

By

Published : Mar 22, 2019, 2:19 AM IST

কলকাতা, 22 মার্চ : আইলিগের ক্লাবগুলির জোটের সঙ্গে আলোচনায় বসতে রাজি হলেন AIFF প্রেসিডেন্ট প্রফুল প্যাটেল। আগামী মাসের 10 থেকে 15 তারিখের মধ্যে আলোচনায় বসতে রাজি হয়েছেন ফেডারেশন প্রেসিডেন্ট।

বৈঠকে বসার আগ্রহ প্রকাশের পাশাপাশি ফেডারেশন প্রেসিডেন্ট ক্লাব জোটকে সুপার কাপ বয়কটের অবস্থান থেকে সরে আসার অনুরোধ করেছেন। তবে বৈঠকটি কোথায় হবে তা পরে জানানো হবে।

নয় দলের ক্লাব জোট যে সমস্ত বিষয় নিয়ে প্রশ্ন তুলেছে তা আলোচনার টেবিলে সমাধানের প্রতিশ্রুতি দিয়েছেন AIFF প্রেসিডেন্ট। মিনার্ভা পঞ্জাব, আইজ়ল FC ও গোকুলাম কেরালা ইতিমধ্যেই সুপার কাপের প্রাথমিক পর্বের খেলা না খেলে ফিরিয়ে দিয়েছে। সূচি অনুযায়ী 14 ও 15 মার্চ এই তিন দলের খেলা ছিল।

নয় দলের জোট ইতিমধ্যেই বৈঠক করে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে দেশীয় ফুটবলের একটি রূপরেখা দিয়েছে। যেখানে আইলিগ ও ISL-র দলগুলোকে নিয়ে একটি লিগের কথা বলা হয়েছে। একই সঙ্গে তারা ফেডারেশন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের কথা বলেছে।

প্রফুল প্যাটেল বৈঠকের কথা বলতেই সুর নরম করতে শুরু করেছে জোটে থাকা আইলিগের ক্লাবগুলো। মিনার্ভা পঞ্জাবের কর্ণধার রঞ্জিত বাজাজ বলেছেন, তাঁরা ফেডারেশন সচিব কুশল দাসকে সুপার কাপের সূচি পুনরায় করার অনুরোধ করে চিঠি দিয়েছেন। কারণ জোটে থাকার কারণেই ভুবনেশ্বরে গিয়েও তাঁদের দল মাঠে নামেনি। পরিবর্তিত পরিস্থিতিতে তাঁরাও মাঠে নামতে প্রস্তুত।

হোলির জন্য ছুটিতে ফেডারেশন সচিব। আজ AIFF অফিসে গিয়ে পরবর্তী পদক্ষেপ ঠিক করবেন। যা পরিস্থিতি তাতে ভেস্তে যেতে বসা সুপার কাপ হওয়ার সম্ভাবনাই প্রবল।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details