কলকাতা, 9 মে : সময় যত এগোচ্ছে ততই সমস্যা বাড়ছে এটিকে মোহনবাগানের। সোমবার সবুজ মেরুন ব্রিগেডের মালদ্বীপ উড়ে যাওয়ার কথা রয়েছে । সেখানে এএফসি কাপের খেলা । কিন্তু তার আগে করোনা আক্রান্ত হলেন দলের দুই ফুটবলার প্রবীর দাস,শেখ সাহিল এবং একজন সাপোর্ট স্টাফ । ফলে এএফসি কাপ খেলতে যাওয়ার ব্যাপারে বড় প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে ।
যদিও এই টুর্নামেন্টে দলের সব বিদেশিকে পাচ্ছে না এটিকে মোহনবাগান। কারণ অস্ট্রেলিয়ার সব উড়ান বন্ধ । ফলে ডেভিড উইলিয়ামস আসতে পারছেন না। ফিজিতে লকডাউন উঠে গেলেও মালদ্বীপে রয়কৃষ্ণকে কতটা পাওয়া যাবে , তা নিয়ে সন্দেহ রয়েছে। কারণ উড়ান সমস্যা । একই কথা কোচ হাবাস সম্বন্ধে বলা যায় । কারণ স্পেনের উড়ান তার পক্ষে পাওয়া কঠিন হয়ে দাঁড়াচ্ছে । প্রবীর দাস,শেখ শাহিল নিজে আক্রান্ত। দলের গোলরক্ষক অরিন্দম ভট্টাচার্যের মা কলকাতায় আক্রান্ত । যদিও তিনি যাবেন বলে খবর ।