বার্সেলোনা, 24 অক্টোবর : আজ ন্যু ক্যাম্পে 2021-22 মরশুমের প্রথম এল ক্লাসিকো ৷ যে এল ক্লাসিকো এবার সম্পূর্ণ আলাদা ৷ যেখানে রোনাল্ডো বা মেসির মতো মহাতারকারা কেউ নেই ৷ পেশাদার ফুটবল খেলা প্রতিটি খেলোয়াড়ের স্বপ্ন থাকে বড় ম্যাচ খেলার ৷ আর বিশ্বের নামী ফুটবল লিগের বড় ম্যাচগুলির মধ্যে অন্যতম লা লিগার এল ক্লাসিকো ৷ আর যে ম্যাচের জন্য বিশ্বের সকল ফুটবলপ্রেমী অপেক্ষায় থাকেন ৷ আর এই লা লিগার দুই বড় ক্লাব বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদে দশকের পর দশক ধরে দাপিয়ে বেরিয়েছেন বিশ্বের তাবড় ফুটবলাররা ৷
আর সেই লা লিগার এল ক্লাসিকো-তে গত এক দশক ধরে দাপিয়ে বেরিয়েছেন লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ৷ আজ লা লিগায় মরশুমের প্রথম এল ক্লাসিকো ৷ প্রথমবার সেই এল ক্লাসিকোয় নেই মেসি এবং রোনাল্ডো ৷ তাঁদের বদলে একঝাঁক তরুণদের নিয়ে আজ শুরু হবে এল ক্লাসিকো ৷ যেখানে রিয়ালের হয়ে নামবেন করিম বেঞ্জিমা, কাসেমিরোরা ৷ অন্যদিকে, বার্সেলোনার হয়ে দেখা যাবে জেরার্ড পিকে, বুসকেটসরা ৷ তবে, মেসি-রোনাল্ডোর মতো তারকারা কেউ না থাকলেও, এল ক্লাসিকোর জৌলুস এতটুকু কম হবে না বলে জানিয়েছেন রিয়াল মাদ্রিদের ডিফেন্ডার ফার্নান্ডো সাঞ্চো ৷