পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

রোনাল্ডোর মুকুটে নতুন পালক, প্রথম UEFA নেশনস লিগ চ্যাম্পিয়ন পর্তুগাল - uefa nations league

নেদারল্যান্ডসকে হারিয়ে প্রথম UEFA নেশনস লিগের শিরোপাটি ঘরে তুলল পর্তুগাল ।

রোনাল্ডোর মুকুটে নতুন পালক

By

Published : Jun 10, 2019, 8:14 AM IST

Updated : Jun 10, 2019, 11:35 AM IST

পোর্তো, 10 জুন : UEFA নেশনস লিগের প্রথম আসরের ফাইনাল । নেদারল্যান্ডসকে হারিয়ে প্রথম আসরের শিরোপাটি ঘরে তুলল পর্তুগাল ।

নেদারল্যান্ডসকে 1-0 গোলে হারিয়েছে পর্তুগাল । একমাত্র গোলটি করেছেন গঞ্জালো গুইদেস । পোর্তোয় নিজেদের মাঠে বল দখলে পিছিয়ে থাকলেও গঞ্জালো গুইদেসের একমাত্র গোলে জয় তুলে নিয়েছে ফার্নান্দো সান্তোসের দল ।

রোনাল্ডোর মুকুটে নতুন পালক

প্রথমার্ধে খুব বেশি গোলের সুযোগ তৈরি করতে পারেনি কোনও দলই । শুরুতে খানিকটা এলোমেলো ফুটবল খেলা পর্তুগিজরা ছন্দে ফেরে দ্বিতীয়ার্ধে এসে । দ্বিতীয়ার্ধে 60 মিনিটে পাল্টা আক্রমণে ওঠা পর্তুগালের হয়ে একমাত্র গোলটি করেন গঞ্জালো গুইদেস । বের্নার্দো সিলভার পাসে ডি বক্সের বাইরে থেকেই জোরালো শটে বল জালে জড়ান গুইদেস । গোল হজম করে অবশ্য খানিকটা নড়েচড়ে বসে ডাচরা । আক্রমণেও ধার বাড়ায় অতিথিরা। তবে কাজের কাজ আর হয়ে ওঠেনি শেষ পর্যন্ত ।

এই ট্রফি জয়ের সঙ্গেই আরও একটি পালক জুড়ল পর্তুগালের ক্যাপ্টেন রোনাল্ডের মুকুটে । অধিনায়ক হিসেবে দলকে আগেই ইউরো কাপ এনে দিয়েছিলেন । এবার হলেন প্রথম UEFA নেশনস লিগ চ্যাম্পিয়ন ।

Last Updated : Jun 10, 2019, 11:35 AM IST

ABOUT THE AUTHOR

...view details