বুয়েনস আইরেস, 30 নভেম্বর : তিগ্রেতে দিয়েগো মারাদোনার চিকিৎসা ঠিকমতো হয়নি । বাবার মৃ্ত্যুর পর তাঁর ব্যক্তিগত চিকিৎসকের বিরুদ্ধে প্রশ্ন তোলেন দুই মেয়ে ডালমা ও জিয়ান্নিয়া ও জানা । তারপরই সদ্য প্রয়াত কিংবদন্তি ফুটবলারের চিকিৎসক লিওপোল্ডো লুকের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে আর্জেন্টাইন পুলিশ । যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন লুকে । তাঁকে বলির পাঁঠা বানানো হচ্ছে বলে পালটা অভিযোগ করেছেন তিনি ।
গতকাল লিওপোল্ডো লুকের বাড়ি ও মারাদোনার অস্ত্রোপচার যেখানে করা হয়েছিল সেই ক্লিনিকে তল্লাশি চালায় পুলিশ । অপারেশনে যুক্ত প্রতিটি মেডিকেল স্টাফ ও মারাদোনার সেবায় যুক্তদের সঙ্গে কথা বলে তারা । বুয়েনস আইরেসের অদূরে অবস্থিত সেই ক্লিনিকে পুলিশ যখন হানা দেয় তখন লুকে বাড়িতে ছিলেন । আর্জেন্টিনার একটি টিভি চ্যানেলে গোটা বিষয়টি লাইভ দেখানো হয় ।