পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

মারাদোনার মৃত্যুতে চিকিৎসকের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ, শুরু তদন্ত - মারাদোনার চিকিৎসক লিওপোল্ডো লুকে

চিকিৎসকের বাড়ি ও ক্লিনিকে তল্লাশি চালায় পুলিশ ।

Police raid house and clinic of Diego Maradona doctor over negligence in treatment
Police raid house and clinic of Diego Maradona doctor over negligence in treatment

By

Published : Nov 30, 2020, 10:32 AM IST

বুয়েনস আইরেস, 30 নভেম্বর : তিগ্রেতে দিয়েগো মারাদোনার চিকিৎসা ঠিকমতো হয়নি । বাবার মৃ্ত্যুর পর তাঁর ব্যক্তিগত চিকিৎসকের বিরুদ্ধে প্রশ্ন তোলেন দুই মেয়ে ডালমা ও জিয়ান্নিয়া ও জানা । তারপরই সদ্য প্রয়াত কিংবদন্তি ফুটবলারের চিকিৎসক লিওপোল্ডো লুকের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে আর্জেন্টাইন পুলিশ । যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন লুকে । তাঁকে বলির পাঁঠা বানানো হচ্ছে বলে পালটা অভিযোগ করেছেন তিনি ।

গতকাল লিওপোল্ডো লুকের বাড়ি ও মারাদোনার অস্ত্রোপচার যেখানে করা হয়েছিল সেই ক্লিনিকে তল্লাশি চালায় পুলিশ । অপারেশনে যুক্ত প্রতিটি মেডিকেল স্টাফ ও মারাদোনার সেবায় যুক্তদের সঙ্গে কথা বলে তারা । বুয়েনস আইরেসের অদূরে অবস্থিত সেই ক্লিনিকে পুলিশ যখন হানা দেয় তখন লুকে বাড়িতে ছিলেন । আর্জেন্টিনার একটি টিভি চ্যানেলে গোটা বিষয়টি লাইভ দেখানো হয় ।

মস্তিষ্কের অপারেশনের পর গত 12 নভেম্বর হাসপাতাল থেকে ছাড়া পান মারাদোনা । এরপর তিগ্রেতে নিজের বাড়িতেই চিকিৎসকদের তত্ত্বাবধানে ছিলেন তিনি । গত বুধবার হৃদরোগে আক্রান্ত হয়ে সেখানেই মৃত্যু হয় ছিয়াশির বিশ্বকাপজয়ী অধিনায়কের ।

এদিকে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন লিওপোল্ডো লুকে । বাড়ি ও ক্লিনিকে পুলিশি তল্লাশির পর সাংবাদিক বৈঠকে চোখের জলে তিনি বলেন, "দরজায় পুলিশ দেখে আমি ভীষণ অবাক হয়েছিলাম । যা করেছি শেষ সময় পর্যন্ত দিয়েগোর ভালোর জন্যই করেছি । বন্ধুর প্রয়াণে আমি শোকাহত । কিন্তু এরপর যা হচ্ছে তা হওয়া উচিত নয় ।" তিনি আরও বলেন, "আমি দিয়েগোর মেয়েদের খুব একটা দেখিনি। কিন্তু, পরিবারের বাকি সদস্যরা আমাকে খুব ভালোবাসেন । কেউ আমাকে বলির পাঁঠা বানাতে চাইছে ।"

ABOUT THE AUTHOR

...view details