পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

মোহনবাগানকে চ্যালেঞ্জ ছুঁড়লেন প্লাজা

রবিবার কল্যাণীতে ম্য়াচের আগে মোহনবাগানকে চ্যালেঞ্জ করছেন চার্চিল বাদার্স স্ট্রাইকার উইলিস প্লাজা ৷ ত্রিনিদাদ ও টোবাগোর ফুটবলারের ভাবনায় তিন পয়েন্ট ৷

image
মোহনবাগান বনাম চার্চিল বাদার্স

By

Published : Dec 7, 2019, 12:33 PM IST

কলকাতা, 7 ডিসেম্বর : আক্রমণ, আক্রমণ ও আক্রমণ । রবিবার কল্যাণী স্টেডিয়ামে মোহনবাগানের বিরুদ্ধে পয়েন্ট কাড়তে এটাই মন্ত্র চার্চিল ব্রাদার্সের ৷ সেভাবেই দলকে অনুশীলন করাছেন চার্চিল ব্রাদার্সের কোচ বেনার্দো তাবেজ । সি আর সেভেনের দেশ পর্তুগালের মানুষটি আক্রমণাত্মক ফুটবলে বিশ্বাস করেন । আর মাঠের মধ্যে সেই বিশ্বাসের বাস্তবায়নে তার ভরসা উইলিস প্লাজা । ত্রিনিদাদ ও টোবাগোর ফুটবলারটি সাম্প্রতিককালে ভারতীয় ক্লাব ফুটবলে অন্যতম সেরা স্ট্রাইকার । গত আই লিগে সর্বোচ্চ গোলদাতা ছিলেন তিনি ৷ চলতি আই লিগে ইতিমধ্যেই গোলের খাতা খুলে ফেলেছেন । এবার সামনে মোহনবাগান । প্লাজা বলছেন তাঁর গোলের থেকেও দলের জয় সবার আগে ।

যদিও চার্চিল বাদার্স বনাম মোহনবাগানের থেকেও প্লাজা বনাম ড্যানিয়েল সাইরাসের লড়াই দেখেতে বেশি মরিয়া ফুটবলপ্রেমিরা । রবিবারের কল্যাণী স্টেডিয়ামে এই দুই ক্যারিবিয়ান ফুটবলারের দ্বৈরথ দেখতে উত্তেজনার পারদ চড়ছে । মোহনবাগানের ডিফেন্ডার সাইরাসের হুঙ্কার, তিনি প্লাজার চ্যালেঞ্জ সামলাতে তৈরি । অতীতে ত্রিনিদাদ ও টোবাগোর এই স্ট্রাইকারের সঙ্গে ও বিপক্ষে খেলার অভিজ্ঞতা আছে সাইরাসের । সেই অভিজ্ঞতাই এবার কাজে লাগাবেন তিনি । যদিও জাতীয় দলের সতীর্থের কথা সেভাবে পাত্তা দিচ্ছেন না চার্চিলের উইলিস প্লাজা । তার মতে ব্যক্তি দ্বৈরথ নয় রবিবারের কল্যাণী স্টেডিয়ামে ম্যাচটি প্লাজা বনাম মোহনবাগান । যদিও কথাটি বলে পরক্ষণেই নিজেকে সামলে নেন তিনি । বলছেন দলের জয়ই তার কাছে সবার আগে । নিজে গোল করলে ভালো লাগবে । কিন্তু না পারলে কোনও আক্ষেপ থাকবে না । একবছর আগে কলকাতায় এসে মোহনবাগান কে হারিয়ে ছিল চার্চিল । সেই ম্যাচে জোড়া গোল ছিল প্লাজার । এবার দলে একাধিক নতুন ফুটবলার । কোচও নয়া । ইউরোপীয় ঘরানায় দলকে খেলানোর চেষ্টা করছেন কোচ বোনার্দো । তবে নতুন স্টাইল ও পরিবেশে মানিয়ে নিতে অসুবিধা হচ্ছে না বলে জানিয়েছেন উইলিস প্লাজা ।

তবে কলকাতায় ইস্টবেঙ্গলে খেলা কালীন সতীর্থদের প্রতি ক্ষোভও প্রকাশ করেন তিনি ৷ প্লাজা বলেন ইস্টবেঙ্গল ফুটবলারদের কাছ থেকে সেভাবে সহযোগিতা পাননি । তাছাড়া মাঠের বাইরের নানা সমস্যায় মনসংযোগ হারিয়ে ছিলেন । মহমেডানের জার্সিতে কল্যাণী স্টেডিয়ামে খেলার অভিজ্ঞতা রয়েছে । তবে এখন গোয়ার ক্লাব ফুটবলে খেলাটা উপভোগ করছেন তিনি ।

ABOUT THE AUTHOR

...view details