পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Copa America 2021 : কোপার তৃতীয় স্থানের লড়াইয়ে পেরু-কলম্বিয়া - কোপা আমেরিকা

শেষ চারের লড়াইয়ে কোপা আমেরিকা 2021 আয়োজক ব্রাজিলের কাছে 1-0 গোলে হারে পেরু ৷ অন্যদিকে নির্ধারিত 90 মিনিট পর্যন্ত 1-1 ব্যবধান রাখলেও পেনাল্টি শুট আউটে 3-2 গোলে আর্জেন্টিনার কাছে হেরে যায় কলম্বিয়া ৷

কোপার তৃতীয় স্থানের লড়াইয়ে পেরু-কলম্বিয়া
কোপার তৃতীয় স্থানের লড়াইয়ে পেরু-কলম্বিয়া

By

Published : Jul 9, 2021, 6:41 PM IST

ব্রাসিলিয়া, 9 জুলাই : কোপা আমেরিকা বলতে এখন সবার নজর বরিবার ভোরের মেগা ফাইনালের দিকে ৷ লাতিন আমেরিকা সেরা হওয়ার লড়াইয়ে নামবে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা ৷ অন্যদিকে ঠিক তার একদিন আগে ভারতীয় সময় শনিবার ভোরে তৃতীয় স্থানের লড়াইয়ে নামছে পেরু ও কলম্বিয়া ৷

এটি এমন একটি ম্যাচ যেখানে কোনও দলই খেলতে চায় না ৷ তবে বিশ্বকাপের যোগ্যতা নির্ণায়ক ম্যাচের কথা মাথায় রাখলে এই ম্যাচের গুরুত্বও অপরিসীম ৷ তাছাড়া সম্মানের জন্যও মাঠে নামবে দুই দল ৷

শেষ চারের লড়াইয়ে কোপা আমেরিকা 2021 আয়োজক ব্রাজিলের কাছে 1-0 গোলে হারে পেরু ৷ অন্যদিকে নির্ধারিত 90 মিনিট পর্যন্ত 1-1 ব্যবধান রাখলেও পেনাল্টি শুট আউটে 3-2 গোলে আর্জেন্টিনার কাছে হেরে যায় কলম্বিয়া ৷

গ্রুপ স্টেজেও এই দুটি দল মুখোমুখি হয়েছিল ৷ গ্রুপ বি-র লড়াইয়ে কলম্বিয়াকে 2-1 গোলে হারায় পেরু ৷ আত্মঘাতী গোল করেন কলম্বিয়ার ইয়েরি মিনা ৷ একই সঙ্গে আর্জেন্টিনার বিরুদ্ধে পেনাল্টি মিস করেন এই মিনা ৷

আরও পড়ুন : বাগানে ফুল ফোটাতে এবার সোনার বল জয়ী বুমোস

এই ম্যাচে কলম্বিয়া পাবে না মেতুয়াস রিবের সার্ভিস ৷ মাশলে চোটের কারণে খেলতে পারবেন না তিনি ৷ ম্যানেজার রেইনাল্ডো রিউডা তাঁর পরিবর্তে খেলাতে পারেন মিগুয়েল বোর্জাকে ৷ অন্যদিকে ভাল খবর পেরুর কাছে ৷ ফিরছেন উইংগার অন্দ্রে কারিল্লো ৷ কোয়ার্টার ফাইনালে লাল কার্ড দেখায় সেমিফাইনালে খেলতে পারেননি তিনি ৷

এখনও পর্যন্ত 67 বার মুখোমুখি হয়েছে কলম্বিয়া ও পেরু ৷ তারমধ্যে 26টি ম্যাচ জিতেছে পেরু ৷ অন্যদিকে 19 টি জিতেছে কলম্বিয়া ৷

ABOUT THE AUTHOR

...view details