কলকাতা, 2 মে : কলকাতা ক্লাব ফুটবলে ফের ফিরে আসার স্বপ্ন দেখছেন পেন ওরজি । ইস্টবেঙ্গলের প্রাক্তন মিডফিল্ডার লাল হলুদ জার্সিতে দাপিয়ে খেলার পর কার্যত হারিয়ে গেছেন । গত মরসুমে গোয়ার ভাস্কো স্পোর্টস ক্লাবের হয়ে খেলেছিলেন । একটি স্কুলের স্পোর্টস অ্যাকাডেমির উদ্বোধনে কলকাতায় এসেছেন নাইজেরিয়ান মিডফিল্ডার । সেখানে এসে জানালেন দলবদলের মরসুমে তাঁকে দলে নেওয়ার জন্য ইতিমধ্যেই কলকাতার কয়েকটি ক্লাব নাকি কথা বলেছে । তা থেকেই আশায় বুক বাঁধছেন পেন ওরজি ।
অমৃতা বিদ্যালয়ামের স্পোর্টস অ্যাকাডেমির উদ্বোধনে এসে পেন ওরজি নতুন প্রতিভার অন্বেষণ ও তাদের গড়ে তোলার উদ্যোগের প্রশংসা করেছেন । শুধু তাই নয় এই উদ্যোগে তিনি মেন্টর হিসেবে কাজ করার কথা বলেছেন । ফুটবল, ক্রিকেট দাবা তিরন্দাজ শিক্ষার ব্যবস্থা করা হয়েছে অমৃত বিদ্যালয়াম স্পোর্টস অ্যাকাডেমিতে । প্রাক্তন ক্রিকেটার রাজু মুখার্জী এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।