সাও পাওলো, 3 মার্চ : করোনা প্রতিষেধক নিলেন ব্রাজিলিয়ান ফুটবল কিংবদন্তী পেলে ৷ ভ্যাকসিন নেওয়ার মুহূর্তটিকে অবিস্মরণীয় বলে বর্ণনা করেছেন তিনি ৷ পাশাপাশি টিকা নেওয়ার পর সাধারণ মানুষকে মাস্ক পরা, সামাজিক দূরত্ব মেনে চলার পরামর্শ দিয়েছেন তিনি ৷ করোনা যে এখনও চলে যায়নি তা আরও একবার মনে করিয়ে দিয়েছেন তিনি ৷
ব্রাজিলে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে 2 লাখ 57 হাজার 361 জনের ৷ প্রতিদিনই দক্ষিণ আমেরিকার দেশটিতে হাজারের বেশি মানুষের মৃত্যু হচ্ছে ৷ সম্প্রতি আক্রান্তের সংখ্যাও হঠাৎ করে বেড়ে গিয়েছে ৷ এই পরিস্থিতির মধ্যে টিকা নিলেন সেদেশের কিংবদন্তী ফুটবলার ৷ টিকা নেওয়ার মুহূর্তের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন তিনি ৷ ছবিতে দেখা যাচ্ছে, নীল রঙের টি শার্ট পরা 80 বছরের ফুটবল ব্যক্তিত্বকে টিকা দিচ্ছেন এক নার্স ৷ আর বাঁ হাতের বুড়ো আঙুল উঁচিয়ে মনের উচ্ছ্বাস প্রকাশ করছেন পেলে ৷