পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ডর্টমুন্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে প্যারিস সাঁ জাঁ - round of 16

28 মিনিটে নেইমারের গোলে এগিয়ে যায় PSG । এর পর গোলের জন্য মরিয়া হয়ে ওঠে দুই পক্ষই । আক্রমণ বাড়ায় নেইমাররা । প্রথমার্ধের শেষ লগ্নে হুয়ান বারনাটের গোলে ব্যবধান বাড়ায় PSG ।

psg
psg

By

Published : Aug 8, 2020, 4:49 AM IST

প্যারিস , 7 অগাস্ট : চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ 16-র দ্বিতীয় লেগে ঘরের মাঠে বরুশিয়া ডর্টমুন্ডকে 2-0 গোলে হারাল প্যারিস সাঁ জাঁ ( PSG) । গোল দুটি করেছেন নেইমার ও বারনাট । প্রথম লেগে ডর্টমুন্ডের মাঠে 1-2 গোলে হেরে যায় থামাস টুখেলের ছেলেরা । ঘরের মাঠে কামব্যাক করে দুই লেগ মিলিয়ে 3-2 গোলে জিতে শেষ আটে জায়গা পাকা করে নিল নেইমার , এমবাপ্পেরা ।

ঘরের মাঠ প্রাক দে প্রিন্সেসে শুরু থেকেই আক্রমণের ঝড় তুলেছিল থমাস টুখেলের ছেলেরা । তবে ক্রমশ খেলায় ফেরে ডর্টমুন্ড । প্রতিআক্রমণে চাপ বাড়ায় জার্মান জায়ান্ট কিলাররা । 28 মিনিটে নেইমারের গোলে এগিয়ে যায় PSG । এর পর গোলের জন্য মরিয়া হয়ে ওঠে দুই পক্ষই । আক্রমণ বাড়ায় নেইমাররা । প্রথমার্ধের শেষ লগ্নে হুয়ান বারনাটের গোলে ব্যবধান বাড়ায় PSG ।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণে ঝাঁপায় ডর্টমুন্ট । তবে PSG-র লাস্ট লাইন অফ ডিফেন্স কেইলর নাভাসকে নড়াতে পারেনি লুসিয়েন ফারভের ছেলেরা । প্রথমার্ধে মাত্র দুটো গোলের লক্ষ্যে শট নেওয়া জর্টমুন্ডের ফুটবলাররা দ্বিতীয়ার্ধে 10 টি শট নেন । তবে এর মধ্যে একটিও গোলে ছিল না । দ্বিতীয়ার্ধে গোলের দেখা পায়নি কোনও দলই ।

দুই দলের আক্রমণ প্রতিআক্রমণে খেলা ক্রমশ উত্প্ত হয়ে ওঠে । প্রথমার্ধে কেউ কার্ড না দেখলেও দ্বিতীয়ার্ধে দুই দলের 6 জন হলুদ কার্ড দেখেন । এর মধ্যে ডর্টমুন্ডের 1 জনও PSG-র পাঁচ জন হলুদ কার্ড দেখেন । এদিকে লাল কার্ড দেখেন ডর্টমুন্ডের এমরে ক্যান ।

তিন মরশুম পর চ্যাম্পিয়নস লিগের শেষ আটে উঠল PSG । শেষ আটের ম্যাচে 12 অগাস্ট স্পোর্টিং লিসবনের এস্তাদিও দে লুজ়ে আটলান্টার বিরুদ্ধে নামবে প্যারিস সাঁ জাঁ । এর মধ্যে সুখবর, ম্যাচ ফিট কিলিয়ান এমবাপ্পে । ডর্টমুন্ডের বিপক্ষে শেষ ষোলোর দ্বিতীয় লেগে 64 মিনিটে এমবাপ্পেকে মাঠে নামিয়েছিলেন থমাস টুখেল । ম্যাচের শেষ লগ্নে অবশ্য হলুদ কার্ড দেখেছেন ফ্রেঞ্চ " ওয়ান্ডার কিড " ।

ABOUT THE AUTHOR

...view details