পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ভাঙতে চলেছে এক শহর এক ক্লাব নীতি, ইস্টবেঙ্গলের ISL খেলা সময়ের অপেক্ষা

ইস্টবেঙ্গল এবং বাঙ্গুর গোষ্ঠীর চুক্তি সম্পাদনের দিন নবান্নে উপস্থিত ছিলেন তরুণ ঝুনঝুনওয়ালা । এবার কলকাতার দু'টো ক্লাব ISL-এর মঞ্চে ৷ এই প্রথম ISL-এর এক শহর এক ক্লাবের নীতি ভাঙতে চলেছে।

ইস্টবেঙ্গল
ইস্টবেঙ্গল

By

Published : Sep 4, 2020, 9:09 PM IST

কলকাতা, 4 সেপ্টেম্বর : এটিকের সঙ্গে গাঁটছড়া বেঁধে মোহনবাগান ISL-র মঞ্চে আগেই পা রেখেছে । সবুজ-মেরুণ ইন্ডিয়ান সুপার লিগের খেতাবি দৌড় শুরু করবে । এবার ইস্টবেঙ্গলের নাম উঠে আসায় ভারতীয় ফুটবলের নতুন দৌড় শুরু হবে, বলছেন রিলায়েন্সের উচ্চপদস্থ কর্তা তরুণ ঝুনঝুনওয়ালা ।

ইস্টবেঙ্গল এবং বাঙ্গুর গোষ্ঠীর চুক্তি সম্পাদনের দিন নবান্নে উপস্থিত ছিলেন তরুণ ঝুনঝুনওয়ালা । এবার কলকাতার দু'টো ক্লাব ISL-এর মঞ্চে যেতে চলেছে ৷ এই প্রথম ISL-এর এক শহর এক ক্লাবের নীতি ভাঙতে চলেছে । কারণ, একই শহর থেকে দু'টো ক্লাব এর আগে ISL-র মঞ্চে খেলেনি ।

2017 সালে FSDL ইন্ডিয়ান সুপার লিগে খেলার জন্য আগ্রহী ক্লাবের মনোনয়ন চেয়ে আবেদনপত্র ছেড়েছিল । কলকাতা থেকে এটিকে ছিল। তাছাড়া আরও দশটি শহর থেকে নতুন ক্লাবের আহ্বান করা হয়েছিল । সেই বছর আগে ইস্টবেঙ্গল বিড তুললেও তারা তা জমা দেয়নি ।

বিশ্ব ফুটবলে এক শহর থেকে দু'টো ক্লাবের উপস্থিতি নতুন নয় । আই লিগেই এর উদাহরণ ছিল ৷ আকর্ষণের কেন্দ্রে ছিল আই লিগ ডার্বি ৷ ISL শুরু হলেও এই ডার্বির গ্ল্যামার কমাতে পারেনি । এটিকে-কে সঙ্গী করে ISL-এর মঞ্চে মোহনবাগানের প্রবেশ, ডার্বির গ্ল্যামারকে নিয়ে একটা সংশয় তৈরি করেছিল । কারণ ততদিনে ইস্টবেঙ্গলের ISL -এ প্রবেশ নিশ্চিত ছিল না ।

শুক্রবার FSDL ইন্ডিয়ান সুপার লিগের জন্য বিড পেপার তোলার কথা বলতেই ইস্টবেঙ্গল আবেদন করে । ইতিমধ্যে লাল-হলুদের নতুন CEO দায়িত্বভার নিয়েছেন । তাই বলাই যায়, এক শহর এক ক্লাবের তত্ত্ব সরিয়ে নতুনভাবে ভারতীয় ফুটবলের যাত্রা শুরু হচ্ছে ।

ABOUT THE AUTHOR

...view details