কলকাতা, 31 জুলাই : কোভিড পরিস্থিতিতে ভার্চুয়াল মাধ্যমে মোহনবাগান দিবসের আয়োজন হয়েছে । ভার্চুয়াল অনুষ্ঠান করেই রত্ন সম্মান দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করেছেন সবুজ মেরুন কর্তারা । নিজেদের প্রতিষ্ঠা দিবসে ইস্টবেঙ্গল কিন্তু ভিন্নপথে । পয়লা অগাস্ট ইস্টবেঙ্গলের প্রতিষ্ঠা দিবস । এবছর ওই দিনে ইস্টবেঙ্গল কর্তারা কোনওরকম অনুষ্ঠান না করার সিদ্ধান্ত নিলেন ।
ক্লাব সূত্রে জানা গিয়েছে, সকালে প্রদীপ প্রজ্জ্বলন, পতাকা উত্তোলন নিয়ম মেনেই হবে । তবে আনুষ্ঠানিকতা থাকবে না । ফলে ভারত গৌরব সম্মান প্রদান থেকে শুরু করে সেরা খেলোয়ারদের সম্মানিত করার অনুষ্ঠান হচ্ছে না এবার । 2019 সালে ক্লাবের একশো বছর পূর্তি উৎসব জাঁকজমকের সঙ্গে করেছিল ইস্টবেঙ্গল । সেই সময় বছরভর অনুষ্ঠানের পরিকল্পনা ছিল । কিন্তু অতিমারির পরিবেশে সেই পরিকল্পনা বানচাল হয় । পরের বছরেও কোভিড পরিস্থিতিতে ইস্টবেঙ্গলের প্রতিষ্ঠা দিবসের জমক উধাও হয় । এবার সেই অনুষ্ঠান সম্পূর্ণ বাতিল করা হল ৷
ক্লাবের শীর্ষকর্তা দেবব্রত সরকার বলেন, "ইস্টবেঙ্গল দিবস আয়োজন সম্ভব না হলেও 13 অগস্ট প্রয়াত সচিব পল্টু দাসের জন্মদিন উপলক্ষে ক্রীড়াদিবস আয়োজনের পরিকল্পনা রয়েছে । তবে, সবটাই কোভিড পরিস্থিতি বুঝে করা হবে ।"
আরও পড়ুন: east bengal : চুক্তি জট খুলতে প্রাক্তন সচিবের শরণাপন্ন ইস্টবেঙ্গল
এদিকে চুক্তিজটের হাল হকিকত জানতে উদগ্রীব ইস্টবেঙ্গল সদস্য-সমর্থকরা । আইনজীবী প্রাক্তন সচিব পার্থসারথী সেনগুপ্তকে ক্লাবের তরফে জটিলতা দূর করার দায়িত্ব দেওয়া হয়েছে । সূত্রের খবর, দিন পনেরো আগের ইস্টবেঙ্গল ক্লাব মউ চুক্তিপত্র এবং লগ্নিকারী সংস্থার পাঠানো চূড়ান্ত চুক্তিপত্র পার্থবাবুর কাছে পাঠিয়েছেন কর্তারা। দুই চুক্তির খসড়া দেখে দুঁদে আইনজীবীর চোখে সেভাবে কোনও তফাৎ চোখে পড়েনি বলেই খবর । তবু তিনি লগ্নিকারীদের সঙ্গে কথা চালচালি শুরু করেছেন । সদস্য সমর্থকদের ক্লাবে প্রবেশাধিকারের নিয়ম কিছুটা শিথিলের কথা বলেছেন । যা লগ্নিকারীদের তরফে ভেবে দেখার আশ্বাস দেওয়া হয়েছে ।