পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Aug 16, 2020, 7:05 AM IST

ETV Bharat / sports

চ্যাম্পিয়নস লিগের শেষ চারে অলিম্পিক লিয়ঁ

কাগজে-কলমে 4-4-2 ফরমেশনে নামলেও মাঠে 3-4-3 ফর্মেশনে খেলছিল সিটি । কিন্তু রুডি গার্সিয়ার জমাট 5 জনের রক্ষণ ভেদ করতে পারছিলনা সিটিজ়েনরা । 40 মিনিট পর্যন্ত খুব ভালো সুযোগ তৈরি করতে পারেনি পেপ গোয়ার্দিওলার ছেলেরা ।

lyon
lyon

লিসবন , 16 অগাস্ট : ম্যাঞ্চেস্টার সিটিকে হারিয়ে UEFA চ্যাম্পিয়নস লিগের শেষ চারে অলিম্পিক লিয়ঁ । সেই দল যারা এবার ফ্রেঞ্চ লিগে সপ্তম হওয়ায় আগামীবার ইউরোপাও খেলবে না। সেই লিয়ঁই ট্যাকটিকসের খেলায় হারিয়ে দিল পেপ গোয়ার্দিওলার ছেলেদের । 3-1 গোলে জিতে 10 বছর পর চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে উঠল ফ্রান্সের এই ঐতিহ্যবাহী দল ।

ম্যাচের প্রথমার্ধে মাত্র একটি গোল হয়েছে । প্রথম 20 মিনিট দুই দলই নিজেদের পরিকল্পনা মত খেলেছে । একদিকে সিটি পাসিং ফুটবলের আক্রমণ সাজিয়েছে, ওদিকে লিয়ঁ বেছে নিয়েছে দুই উইং বরাবর প্রতি আক্রমণকে। 23 মিনিটে অবশ্য যা হলো তা লিয়ঁ কোচ রুডি গার্সিয়ার পক্ষে কখনোই আগে থেকে পরিকল্পনা করা সম্ভব ছিল না।

লিয়ঁর একাম্বিকে একা ছুটতে দেখে অনেকটাই এগিয়ে এসেছিলেন সিটির গোলরক্ষক এডারসন। এদিকে অরক্ষিত অবস্থায় বল পেয়ে যান উইংব্যাক ম্যাক্স করনেটে । ৩০ গজ দূর থেকে বাঁ পায়ের বাঁকানো এক শটে সিটির জালে বল জড়িয়ে দেন একাম্বে । অবাক এডেরসন দেখলেন কীভাবে বলটা গোলপোস্ট ঘেষে জালে জালে জড়িয়ে যাচ্ছে ।

গোল খেয়ে নড়ে চড়ে ওঠে সিটির। কাগজে-কলমে 4-4-2 ফরমেশনে নামলেও মাঠে 3-4-3 ফর্মেশনে খেলছিল সিটি । কিন্তু রুডি গার্সিয়ার জমাট 5 জনের রক্ষণ ভেদ করতে পারছিলনা সিটিজ়েনরা । 40 মিনিট পর্যন্ত খুব ভালো সুযোগ তৈরি করতে পারেনি পেপ গোয়ার্দিওলার ছেলেরা । 42 মিনিটে স্টারলিংয়ের গোলে শট করেছিলন , কিন্তু তাঁর দুর্বল শট ঠেকাতে কষ্ট হয়নি লিয়ঁ ।

দ্বিতীয়ার্ধে ফরমেশন বদলান গার্দিওলা। ফার্নান্দিনহোকে তুলে নিয়ে মাহরেজকে নামান । মাহরেজকে পেয়ে আক্রমণেও ধার বাড়ে ডি ব্রুইন স্টারলিংদের । তবু লিয়ঁর পাঁচজনের রক্ষণ ভাঙাতে পারছিলনা ম্যান সিটি । 69 মিনিটে মাহরেজ পাস ডি বক্সের ভেতর নিয়ন্ত্রণে নেন স্টারলিং। বক্সের মাথায় পাস বাড়ান ডি ব্রুইনকে । দুর্দান্ত ফর্মে থাকা ব্রুইন জালে বল পাঠিয়ে সিটিকে সমচায় ফেরান ।

এর পর গোলের জন্য লিয়ঁ বক্সে চাপ বাড়ায় পেপের ছেলেরা । দুটো ভাল সুযোগ নষ্ট করেন গ্যাব্রিয়েল হেসুস । 78 মিনিটে প্রতি আক্রমন থেকে এগিয়ে যায় লিয়ঁ । হোসেম অওরের এক রক্ষণ চেরা পাস সিটির গতি থামিয়ে দেয় । অওরের পাসটা ছিল আকাম্বির উদ্দেশে । কিন্তু অফসাইডে থাকায় সেটা ধরার চেষ্টা করেননি আকাম্বি। তাঁর বদলে ৩ মিনিট আগেই মাঠে নামা মুসা ডেমবেলে বল ধরে ঠেলে দেন সিটির জালে । সেই শট এডেরসনের পায়ের নিচ দিয়ে জড়িয়ে যায় জালে।

৮৬ মিনিটে অবশ্য হেসুসের চেয়েও বড় ভুল করলেন স্টারলিং। ফাঁকা গোলপোস্ট পেয়েও বল কীভাবে বারের উপর দিয়ে বাইরে পাঠালেন তা নিয়ে গবেষণা হতে পারে। এর পর ব্যাক কিক থেকে আক্রমণ সাজায় লিয়ঁ । হোসেম অওর গোলে শট নেন । সেই শট ঠেকিয়ে দিয়েছিলেন এডারসন। ফিরতি বল চলে যায় ডেমবেলের পায়ে । ব্যবধান বাড়াতে কোনও ভুল করেননি এই বেলজিয় স্ট্রাইকার। এই গোলেই ম্যান সিটির বিদায় নিশ্চিত হয়ে যায় । শেষ চারে বায়ার্নে মিউনিখের মুখোমুখি হবে লিয়ঁ ।

ABOUT THE AUTHOR

...view details