দিল্লি, 3 ফেব্রুয়ারি : কোচ নিয়ে আইএসএলের মঞ্চে বিতর্কের ঝড় ৷ ম্যাচের পর কুরুচিকর মন্তব্য করে বরখাস্ত হলেন ওড়িশা এফসির কোচ স্টুয়ার্ট ব্যাক্সটার ৷ রেফারির বিরুদ্ধে তোপ দাগতে গিয়ে 'ধর্ষণ'-এর প্রসঙ্গ টেনে এনেছিলেন তিনি ৷ নিজের মন্তব্যের জন্য ক্ষমাপ্রার্থী হলেও বরখাস্ত হওয়ার পর ভারতীয় ফুটবল সম্পর্কে ক্ষোভপ্রকাশ করে গেছেন ব্যাক্সটার ৷
ঘটনার সূত্রপাত সোমবারের ম্যাচে ৷ সেদিন জামসেদপুর এফসির বিরুদ্ধে 0-1 ব্যবধানে হারে ওড়িশা ৷ ম্যাচে টিপি রেহনেশ ফাউল করেছিলেন ওড়িশা এফসির দিয়েগো মৌরিসিওকে ৷ যদিও রেফারি পেনাল্টির আবেদন খারিজ করে দেন ৷ পেনাল্টি না দেওয়ায় ম্যাচের পর রেফারির বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন কোচ স্টায়ার্ট ব্যাক্সটার ৷ বলেন, "জানি না কীভাবে আমরা পেনাল্টি পাব ৷ পেনাল্টি আদায় করতে হলে হয়ত দলের কাউকে ধর্ষিত হতে হবে কিংবা কারও ধর্ষণ করতে হবে ৷"