পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ব্রাউনের জোড়া গোলে জয়ের হ্যাটট্রিক নর্থইস্ট ইউনাইটেডের

পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা মুম্বই সিটি এফসি ব্রাউনের জোড়া গোলের ধাক্কায় আট ম্যাচ পরে পরাজয়ের মুখ দেখল ।

isl
isl

By

Published : Jan 30, 2021, 10:54 PM IST

পানাজি, 30 জানুয়ারি : দেশের উত্তর পূর্ব রাজ্যের দলের সঙ্গে খালিদ জামিলের ফুটবল ভাগ্য ভালো যায় । আই লিগ জয়ের মঞ্চে দৌড় শেষ করেছিলেন আইজল এফসির কোচ হিসেবে । চলতি আইএসএলে তিনি এখন নর্থ ইস্ট ইউনাইটেডের কোচ । পূর্ববর্তী কোচ ব্যর্থ হওয়ায় দায়িত্ব পেয়েছেন । এবং সেই দায়িত্ব যে মিশেল প্লাতিনির শিষ্য ভালোই সামলাচ্ছেন তা গত দুটো ম্যাচে প্রমাণিত । এটিকে মোহনবাগানের পর খালিদ জামিলের নর্থ ইস্ট ইউনাইটেডের সামনে নতজানু হল মুম্বই সিটি এফসি । দেশর্ন ব্রাউনের জোড়া গোলে 2-1 ব্যবধানে ম্যাচ জিতেছে নর্থইস্ট ৷

পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা মুম্বই সিটি এফসি ব্রাউনের জোড়া গোলের ধাক্কায় আট ম্যাচ পরে পরাজয়ের মুখ দেখল । ম্যাচের ছয় এবং নয় মিনিটে গোল দুটি করেন ম্যাচের সেরা দেশর্ন ব্রাউন ৷ সেই ধাক্কা সামলে মুম্বই সিটি এফসি ঘুরে দাঁড়াতে ব্যর্থ হয় । ফন্ড্রের সান্ত্বনা সূচক গোলটিও আসে ম্যাচের 85 মিনিটে । এই হারের ফলে 30 পয়েন্ট নিয়ে সবার ওপরে থাকল মুম্বই । 21পয়েন্ট নিয়ে প্রথম চারে ঢুকে পড়ল নর্থইস্ট । খেলোয়াড়ি জীবনে খালিদ জামিল দেশের প্রথম সারির মিডফিল্ডার ছিলেন । ম্যাচ রিডিং ছিল অসাধারণ । তাঁর দাপুটে ফুটবলের স্মৃতি আজও অনেকের মনে তাজা । কম বয়সে কোচিংয়ে এসেছেন । এবং নিজের কোচিং দর্শন নিয়ে নিজের মতো করে সাফল্যের ইঁট গাঁথছেন ।

শীর্ষস্থানাধিকারীর বিরুদ্ধে প্রতিআক্রমণ নির্ভর ছক সাজিয়ে ছিলেন খালিদ । দশ মিনিটের মধ্যে দুই গোল পেতেই ডিফেন্সের দরজায় খিল তুলে দিলেন । উত্তর পূর্ব রাজ্যের একাধিক নাছোড় মনোভাবের ফুটবলারের সঙ্গে মাচাডো, ব্রাউনের কুশলী ফুটবল খালিদ জামিলের কৌশল । যার ফাঁদে স্যানটানা,ফন্ড্রে, উগোবুমোচরা আটকে গেলেন । ম্যাচের শেষবেলায় ফন্ড্রে ব্যবধান কমালেন মুম্বই সিটি এফসির হয়ে । কিন্তু ততক্ষণে ম্যাচের রাশ হাতের বাইরে চলে গিয়েছে । ফলে সমতায় ফেরার মরিয়া চেষ্টা সত্ত্বেও 12 ম্যাচ পরে ফের হারল মুম্বই । প্রথম সাক্ষাতেও তারা একই দলের বিরুদ্ধে হেরেছিল । এই নিয়ে জয়ের হ্যাটট্রিক করল নর্থইস্ট ইউনাইটেড ।

ABOUT THE AUTHOR

...view details