পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

কম্পানি হলে কোনও ক্লাবকেই ছাড় নয়, বললেন ক্রীড়ামন্ত্রী

কম্পানি হলে কোনও ক্লাবকেই ছাড় নয় ৷ সে ইস্টবেঙ্গল হোক বা মোহনবাগান ৷ জানিয়ে দিলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস ।

ক্রীড়ামন্ত্রী

By

Published : Sep 26, 2019, 4:33 AM IST

Updated : Sep 26, 2019, 8:22 AM IST

কলকাতা, 26 সেপ্টেম্বর : যুবভারতীতে খেলার জন্য যে কোনও ক্লাব দলকেই 15 হাজার টাকা দিতে হবে ৷ কিন্তু, সেই ক্লাবের মালিকানা যদি কোনও কম্পানির হাতে যায় তবে সেটি কম্পানি দল হিসেবে বিবেচিত হবে ৷ সেক্ষেত্রে ভাড়া বাবদ ম্যাচ পিছু 15 লাখ টাকা দিতে হবে ৷ গতকাল একথা জানান ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস ।

2017 সালে অনূর্ধ্ব 17 বিশ্বকাপের সময় সংস্কার হয়েছিল যুবভারতীর ৷ সেই সময় সরকারের তরফে জানানো হয়, যুবভারতীতে খেলার জন্য ইস্টবেঙ্গল, মোহনবাগানকে ম্যাচ পিছু 15 হাজার টাকা দিলেই হবে ৷ অন্যদিকে, ATK-এর মালিকানা একটি কম্পানির হাতে থাকায় তাদের ম্যাচপিছু 15 লাখ ভাড়া গুনতে হয় ৷ ইতিমধ্যে গত বছর ইস্টবেঙ্গলের মালিকানা যায় কোয়েসের হাতে ৷ যদিও গত বছর যুবভারতীতে খেলার জন্য ম্যাচ পিছু 15 হাজার টাকা করেই দিতে হয়েছিল ৷ এবার অবশ্য জানিয়ে দেওয়া হয়েছে, কোয়েসের হাতে মালিকানা থাকায় কোনওরকম ছাড় পাবে না লাল-হলুদ ৷ যুবভারতীতে খেলার জন্য ATK-এর মতো 15 লাখ টাকা দিতে হবে তাদেরও ৷ বিপুল আর্থিক বোঝা এড়াতে ইস্টবেঙ্গলের বিনিয়োগ কোম্পানি যুবভারতী ক্রীড়াঙ্গনের আশা ছেড়ে কল্যাণীর দিকে ঝুঁকেছে ।

বিষয়টি নিয়ে ক্রীড়ামন্ত্রী বলছেন, ইস্টবেঙ্গল,মোহনবাগান, মহামেডান-সহ অন্য ক্লাব এখানে খেললে পরিষ্কার-পরিচ্ছন্নতার জন্য তাদের 15 হাজার দিতে হয় ৷ কিন্তু, সরকার কোনও কম্পানিকে ছাড় দিতে পারে না ৷ কোয়েস ইস্টবেঙ্গল হলে যে টাকা দিয়ে ATK খেলে সেই টাকা দিয়েই তাদের খেলতে হবে ৷ মোহনবাগানও যদি কম্পানি দল হয়, তাদের ক্ষেত্রেও একই নিয়ম প্রয়োজ্য হবে ৷ কিন্তু, গত বছরই ইস্টবেঙ্গলের মালিকানা কোয়েসের হাতে গিয়েছিল ? তাহলে তখন কেন ম্যাচ পিছু 15 হাজার টাকা দিয়ে পার পেয়ে গেল লাল-হলুদ ? এবিষয়ে ক্রীড়ামন্ত্রী বলছেন, তাঁদের অফিসারদের হয়ত কোনও ভুল হয়েছিল ৷ তাঁরা তা না জেনে করেছিলেন ৷

ভিডিয়োয় শুনুন অরূপ বিশ্বাসের বক্তব্য

চলতি লিগে মিনি ডার্বির দর্শক সংখ্যা বেধে দিয়েছে IFA । আর তা বিধাননগর পুলিশের নির্দেশেই করা হয়েছে বলে IFA সচিব জয়দীপ মুখার্জির দাবি ৷ যদিও তা সম্পূর্ণ অবান্তর বলে উড়িয়ে দিয়েছেন ক্রীড়ামন্ত্রী । তাঁর দাবি, কত দর্শক আসবে তা ঠিক করছে IFA ৷ সেই অনুযায়ী পুলিশ নিরাপত্তার আয়োজন করছে ৷ তাঁর পালটা প্রশ্ন, সরকার কেন আসন সংখ্যা থাকা সত্ত্বেও দর্শক সংখ্যা বেঁধে দেবে ?

Last Updated : Sep 26, 2019, 8:22 AM IST

ABOUT THE AUTHOR

...view details