কলকাতা, 26 সেপ্টেম্বর : যুবভারতীতে খেলার জন্য যে কোনও ক্লাব দলকেই 15 হাজার টাকা দিতে হবে ৷ কিন্তু, সেই ক্লাবের মালিকানা যদি কোনও কম্পানির হাতে যায় তবে সেটি কম্পানি দল হিসেবে বিবেচিত হবে ৷ সেক্ষেত্রে ভাড়া বাবদ ম্যাচ পিছু 15 লাখ টাকা দিতে হবে ৷ গতকাল একথা জানান ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস ।
2017 সালে অনূর্ধ্ব 17 বিশ্বকাপের সময় সংস্কার হয়েছিল যুবভারতীর ৷ সেই সময় সরকারের তরফে জানানো হয়, যুবভারতীতে খেলার জন্য ইস্টবেঙ্গল, মোহনবাগানকে ম্যাচ পিছু 15 হাজার টাকা দিলেই হবে ৷ অন্যদিকে, ATK-এর মালিকানা একটি কম্পানির হাতে থাকায় তাদের ম্যাচপিছু 15 লাখ ভাড়া গুনতে হয় ৷ ইতিমধ্যে গত বছর ইস্টবেঙ্গলের মালিকানা যায় কোয়েসের হাতে ৷ যদিও গত বছর যুবভারতীতে খেলার জন্য ম্যাচ পিছু 15 হাজার টাকা করেই দিতে হয়েছিল ৷ এবার অবশ্য জানিয়ে দেওয়া হয়েছে, কোয়েসের হাতে মালিকানা থাকায় কোনওরকম ছাড় পাবে না লাল-হলুদ ৷ যুবভারতীতে খেলার জন্য ATK-এর মতো 15 লাখ টাকা দিতে হবে তাদেরও ৷ বিপুল আর্থিক বোঝা এড়াতে ইস্টবেঙ্গলের বিনিয়োগ কোম্পানি যুবভারতী ক্রীড়াঙ্গনের আশা ছেড়ে কল্যাণীর দিকে ঝুঁকেছে ।