জুরিখ, 8 মে : সুপার লিগে অংশ নেওয়া 12টি ক্লাবের মধ্যে 9টি ক্লাব নিজেদের ভুল স্বাকীর করে নিল ৷ সেই সঙ্গে ইউয়েফার কাছে নিজেদের দায়বদ্ধতাও স্বীকার করে নিয়েছে ক্লাবগুলি ৷ প্রসঙ্গত, ইউয়েফার অনুমোদন না পাওয়া সুপার লিগে খেলার জন্য ইউয়েফার শৃঙ্খলাভঙ্গের অভিযোগ উঠেছিল ইউরোপের 12টি ক্লাবের বিরুদ্ধে ৷ তবে, তার মধ্যে 9টি ক্লাব নিজেদের ভুল স্বীকার করে নিয়েছে ৷ কিন্তু, ইউরোপিয়ান তথা বিশ্ব ফুটবলের জায়েন্ট ক্লাব হিসেবে পরিচিত রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা এবং জুভেন্তাস নিজেদের ভুল স্বীকার করেনি ৷
আর সেই কারণেই ইউয়েফা ভুল স্বীকার করা ক্লাবগুলিকে 100 মিলিয়ন ইউরো জরিমানা করা হয়েছে ৷ অন্যদিকে, ভুল স্বীকার না করা তিনটি ক্লাব রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা এবং জুভেন্তাসের বিষয়ে সিদ্ধান্ত ইউয়েফার শৃঙ্খলারক্ষা কমিচটি নেবে বলে অফিসিয়াল বিবৃতিতে জানানো হয়েছে ৷ সেই বিবৃতিতে জানানো হয়েছে, ‘‘9টা ক্লাব তাদের ভুল স্বীকার করেছে এবং সমর্থক, জাতীয় সংস্থা, জাতীয় লিগ অন্যান্য ইউরোপিয়ান ক্লাবগুলির কাছে ক্ষমা চেয়েছে’’ ৷