পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Neymar : 2022 বিশ্বকাপের পরেই অবসর, আভাস দিলেন নেইমার - PSG

দেশের জার্সিতে বিশ্বকাপ জয় তাঁর ছেলেবেলার স্বপ্ন ৷ তাই কাতারের মাটিতে ট্রফি জিততে তিনি নিজেকে উজাড় করে দেবেন বলেও জানান পিএসজি তারকা ৷

Neymar
2022 বিশ্বকাপের পরেই অবসর, আভাস দিলেন নেইমার

By

Published : Oct 11, 2021, 4:26 PM IST

রিও ডি জেনেইরো, 11 অক্টোবর : আর হয়ত এক বছর ৷ তারপরই জাতীয় দলের জার্সি ভাঁজ করে লকারে তুলে রাখবেন নেইমার দি স্যান্টোস জুনিয়র ৷ কোনও জল্পনা নয়, এমন সম্ভাবনার কথা শুনিয়ে রাখলেন একদা সাম্বা ফুটবলের 'ওন্ডার কিড' স্বয়ং ৷ এক গ্লোবাল স্পোর্টস ওয়েবসাইটের তৈরি তথ্যচিত্রে নেইমার জানালেন, 2022 বিশ্বকাপের পর আন্তর্জাতিক স্তরে ফুটবল খেলার ধকল নিতে পারবেন কি না সে বিষয়ে সন্দিহান তিনি ৷ তাই 2022 বিশ্বকাপের হয়ত বুটজোড়া তুলে রাখবেন ৷

সংশ্লিষ্ট ওয়েবসাইটটি রবিবার ব্রাজিলিয়ান তারকার একটি উদ্ধৃতি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করতেই তা ভাইরাল হয়ে যায় ফুটবলবিশ্বে ৷ যেখানে নেইমার বলছেন, "আমার মনে হয় 2022 বিশ্বকাপই আমার শেষ বিশ্বকাপ ৷ কারণ আমি জানি না এরপর মানসিকভাবে ফুটবল চালিয়ে যেতে পারব কি না ৷

তবে দেশের জার্সিতে বিশ্বকাপ জয় যেহেতু তাঁর ছেলেবেলার স্বপ্ন, তাই কাতারের মাটিতে ট্রফি জিততে তিনি নিজেকে উজাড় করে দেবেন বলেও জানান পিএসজি তারকা ৷ নেইমারের কথায়, "আমি বিশ্বকাপ জিততে সম্ভাব্য সেরাটা নিংড়ে দেব ৷ দেশের জার্সিতে ছোটবেলার স্বপ্নপূরণ করতে সবকিছু করব আমি ৷"

আরও পড়ুন : পেলেকে স্পর্শ করলেন সুনীল, জয়ে ফিরল ভারত

যদিও রবিবার কলম্বিয়ার বিরুদ্ধে একেবারেই ছন্দে ছিলেন না নেইমার ৷ অ্যাওয়ে ম্যাচে ফ্যাকাসে ছিল ব্রাজিলও ৷ বিশ্বকাপের যোগ্যতা নির্ণায়ক ম্যাচে এদিন গোলশূন্য আটকে গেল সাম্বার দেশ ৷ চলতি কোয়ালিফায়ারে এই প্রথম পয়েন্ট নষ্ট করল তিতের দল ৷

ABOUT THE AUTHOR

...view details