রিও ডি জেনেইরো, 11 অক্টোবর : আর হয়ত এক বছর ৷ তারপরই জাতীয় দলের জার্সি ভাঁজ করে লকারে তুলে রাখবেন নেইমার দি স্যান্টোস জুনিয়র ৷ কোনও জল্পনা নয়, এমন সম্ভাবনার কথা শুনিয়ে রাখলেন একদা সাম্বা ফুটবলের 'ওন্ডার কিড' স্বয়ং ৷ এক গ্লোবাল স্পোর্টস ওয়েবসাইটের তৈরি তথ্যচিত্রে নেইমার জানালেন, 2022 বিশ্বকাপের পর আন্তর্জাতিক স্তরে ফুটবল খেলার ধকল নিতে পারবেন কি না সে বিষয়ে সন্দিহান তিনি ৷ তাই 2022 বিশ্বকাপের হয়ত বুটজোড়া তুলে রাখবেন ৷
সংশ্লিষ্ট ওয়েবসাইটটি রবিবার ব্রাজিলিয়ান তারকার একটি উদ্ধৃতি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করতেই তা ভাইরাল হয়ে যায় ফুটবলবিশ্বে ৷ যেখানে নেইমার বলছেন, "আমার মনে হয় 2022 বিশ্বকাপই আমার শেষ বিশ্বকাপ ৷ কারণ আমি জানি না এরপর মানসিকভাবে ফুটবল চালিয়ে যেতে পারব কি না ৷