পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ধর্ষণের অভিযোগ নেইমারের বিরুদ্ধে

কোপা অ্যামেরিকা শুরুর কিছু দিন আগে নেইমারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠল । যদিও অভইযোগ উড়িয়ে দিয়েছেন নেইমারের বাবা ।

নেইমার

By

Published : Jun 2, 2019, 1:23 PM IST

সাও পাওলো, 2 জুন : নেইমারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ । গত মাসে প্যারিসের এক হোটেলে মদ খেয়ে এক মহিলাকে ধর্ষণ করেন বলে অভিযোগ নেইমারের বিরুদ্ধে । শুক্রবার সাও পাওলোর একটি থানায় এই অভিযোগ জমা পড়ে ।

কোপা অ্যামেরিকা শুরুর মুখে এই অভিযোগের জেরে বিতর্কে ব্রাজ়িলীয় ফুটবল তারকা । অভিযোগকারী মহিলার দাবি, ঘটনাটি ঘটে 15 মে । ওই মহিলার সঙ্গে আগেই আলাপ ছিল নেইমারের । মহিলার দাবি, ইনস্টাগ্রামের মাধ্যমে তাদের বন্ধুত্ব হয় । 15 মে প্রথম দেখা হয় তাদের । মহিলার অভিযোগ, সেই দিন মদ খেয়েছিলেন নেইমার ।

তিনি আরও জানান, ধর্ষণের ঘটনার দু'দিন পরে তিনি প্যারিস ছাড়েন । এতদিন লজ্জায় ভয়ে পুলিশে অভিযোগ করেননি । শেষ পর্যন্ত শুক্রবার সাও পাওলোয় নেইমারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ।

নেইমার এই বিষয়ে মুখ খোলেননি । এই মুহূর্তে কোপা অ্যামেরিকার জন্য জাতীয় দলের সঙ্গে এই ব্রাজ়িলীয় তারকা । 15 জুন থেকে ব্রাজ়িলে শুরু হচ্ছে কোপা অ্যামেরিকা । সাও পাওলোয় প্রথম ম্যাচে বলিভিয়ার বিরুদ্ধে খেলবে ব্রাজ়িল ।

তবে নেইমারের বাবা তথা ব্রাজ়িলীয় তারকার এজেন্ট নেইমার সিনিয়র ছেলের বিরুদ্ধে অভিযোগ উড়িয়ে দিয়ে বলেন, "ও (নেইমার) কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে । আমরা এখনও সত্যিটা জানতে পারিনি । আমি আমার ছেলেকে ভালো করে চিনি । চাই সত্যিটা সামনে আসুক ।"

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details