কলকাতা, 15 জানুয়ারি : স্কট নেভিলের শেষ মূহুর্তের গোলে হার বাঁচাল এসসি ইস্টবেঙ্গল । শুক্রবার ঘরের মাঠে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে ড্র করল রবি ফাওলারের ছেলেরা । ম্যাচের ফল 1-1 । কেরালার হয়ে গোল জর্ডন মারের । এই ফলাফলে পয়েন্ট টেবিলে দুই দলের অবস্থানে কোনও পরিবর্তন হল না ।
চেনা শত্রুর বিরুদ্ধে ফিরতি লড়াই সবসময় কঠিন হয় । তাই রবি ফাওলার বনাম কিবু ভিকুনার ফুটবল বুদ্ধির দ্বৈরথ ট্যাকটিকাল লড়াইয়ে পরিনত হবে সেটা জানা ছিল । এই অবস্থায় সুযোগ কাজে লাগানোর ওপর ম্যাচের ভাগ্য গড়ে যায় । প্রথমার্ধে কেরালা ব্লাস্টার্স যদি সুযোগ কাজে লাগাতে পারত তাহলে ম্যাচের ছবি অন্যরকম হত । গ্যারি হুপার, গর্ডন মারে একাধিকবার গোলের সুযোগ তৈরি করেও তা কাজে লাগাতে পারেননি । খেলা শুরুর আগে চোট পেয়ে ছিটকে যান রাজু গাইকোয়াড় । রানা ঘরামি লাল হলুদ একাদশে আসেন । অনিয়মিত সুযোগে ভালো মন্দ মিলিয়ে তার পারফরম্যান্স । তবে 63 মিনিটে কেরালা গোলরক্ষক অ্যালবিনো গোমসের 69 গজের দূরপাল্লার পাস জর্ডন মারের গোল করে যান । এই সময় তাকে কভার করতে রানা ঘরামি ব্যর্থ । তবে গোলের জন্য দেবজিৎ মজুমদারের ভূমিকা প্রশ্নের উর্ধ্বে নয় ।
ব্রাইটকে সামনে রেখে ইস্টবেঙ্গলের আক্রমন সাজাচ্ছেন রবি ফাওলার । বিস্ময় গোলের পরে প্রতিপক্ষ কোচেরা তার জন্য কড়া জোনাল মার্কিংয়ের দাওয়াই রাখছেন । নাইজেরিয়ান স্ট্রাইকার স্কিলের নৈপুণ্যে স্ফুলিঙ্গ তৈরি করলেও তা দাবানল হয়ে উঠছে না । কেরালার বিরুদ্ধেও একই ছবি ।