পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

দল তুলে নেওয়ার সিদ্ধান্ত নেরোকা FC-র

দল তুলে নেওয়ার কথা ঘোষণা করল নেরোকা FC। নেরোকা FC-র কর্ণধার রবার্ট নওবা টুইট করে দল তুলে নেওয়ার সিদ্ধান্ত জানান।

s

By

Published : Apr 8, 2019, 11:59 PM IST

কলকাতা, ৮ এপ্রিল : রঞ্জিত বাজাজ ও সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের দ্বন্দ্বের মাঝে দল তুলে নেওয়ার কথা ঘোষণা করল নেরোকা FC। নেরোকা FC-র কর্ণধার রবার্ট নওবা টুইট করে দল তুলে নেওয়ার সিদ্ধান্ত জানান। কোন পরিপ্রেক্ষিতে দল তুলে নিতে চলেছেন তাও জানিয়েছেন। শোনা যাচ্ছে ভারতীয় ফুটবলের নয়া রোডম্যাপ তৈরি করতে বসে ISL-কে এক নম্বর লিগ করে আই লিগকে দ্বিতীয় ডিভিশন লিগ করার সিদ্ধান্ত নিতে চলেছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন।

টুইটে রবার্ট নওবা লিখেছেন ,"ভারতীয় ফুটবলে হচ্ছেটা কী? প্রচুর পরিশ্রম ও অর্থব্যয়ে ২০১৭ সালে আমরা আই লিগের সর্বোচ্চ স্তরে উন্নীত হয়েছিলাম। দুই বছর খেলার পরে আমাদের দ্বিতীয় ডিভিশনে খেলতে বাধ্য করা হলে দল তুলে নেওয়া ছাড়া আমাদের সামনে অন্য পথ খোলা থাকবে না। আমরা আর্থিকভাবে ধনী নই। তবে ফুটবল কালচার ও প্রতিভার দিক থেকে আমরা ধনী। কিন্তু অনুমান করুন ভারতীয় ফুটবলে এখন অর্থই শেষ কথা। কঠিন পরিশ্রমের কোনও দাম নেই।"

ফেডারেশন প্রেসিডেন্ট প্রফুল প্যাটেল সদ্য FIFA কাউন্সিলের সদস্য হয়েছেন। ভারতীয় ফুটবলের উন্নতির কথা বলেছেন। কিন্তু ভারতীয় ফুটবলে যেভাবে ক্লাব তুলে দেওয়ার হিড়িক চলছে তা যথেষ্ট অস্বস্তিকর। এদিকে ১৪ এপ্রিল আই লিগের ক্লাব প্রতিনিধিদের সঙ্গে প্রফুল প্যাটেলের বৈঠক হওয়ার কথা। ইতিমধ্যে সুপার কাপে অংশগ্রহণ করেনি আই লিগে সাতটি দল। এই ঘটনায় ফেডারেশন বিরক্ত এবং ক্ষুব্ধ। ফেডারেশন প্রেসিডেন্টও আর বৈঠকের প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন।

ISL-কে দেশীয় ফুটবলের এক নম্বর লিগ করতে ফেডারেশনের চেষ্টার ত্রুটি নেই। কিন্তু ISL-এর জনপ্রিয়তা বাড়াতে আই লিগের দলগুলোর ISL-এ উপস্থিতি অনিবার্য হয়ে দাঁড়িয়েছে। কারণ TV দর্শকের সংখ্যা ও মাঠে উপস্থিতির সংখ্যায় ISL-এর ম্যাচ আই লিগের তুলনায় কয়েক যোজন পিছিয়ে। কিন্তু ISL-এ সুযোগ পেতে হলে ক্লাবগুলোকে ১৫ কোটি টাকা অ্যাপিয়ারেন্স ফি দিতে হয়। যা নিয়ে বর্তমানে দ্বন্দ্ব।

ABOUT THE AUTHOR

...view details