কলকাতা, ৮ এপ্রিল : রঞ্জিত বাজাজ ও সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের দ্বন্দ্বের মাঝে দল তুলে নেওয়ার কথা ঘোষণা করল নেরোকা FC। নেরোকা FC-র কর্ণধার রবার্ট নওবা টুইট করে দল তুলে নেওয়ার সিদ্ধান্ত জানান। কোন পরিপ্রেক্ষিতে দল তুলে নিতে চলেছেন তাও জানিয়েছেন। শোনা যাচ্ছে ভারতীয় ফুটবলের নয়া রোডম্যাপ তৈরি করতে বসে ISL-কে এক নম্বর লিগ করে আই লিগকে দ্বিতীয় ডিভিশন লিগ করার সিদ্ধান্ত নিতে চলেছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন।
টুইটে রবার্ট নওবা লিখেছেন ,"ভারতীয় ফুটবলে হচ্ছেটা কী? প্রচুর পরিশ্রম ও অর্থব্যয়ে ২০১৭ সালে আমরা আই লিগের সর্বোচ্চ স্তরে উন্নীত হয়েছিলাম। দুই বছর খেলার পরে আমাদের দ্বিতীয় ডিভিশনে খেলতে বাধ্য করা হলে দল তুলে নেওয়া ছাড়া আমাদের সামনে অন্য পথ খোলা থাকবে না। আমরা আর্থিকভাবে ধনী নই। তবে ফুটবল কালচার ও প্রতিভার দিক থেকে আমরা ধনী। কিন্তু অনুমান করুন ভারতীয় ফুটবলে এখন অর্থই শেষ কথা। কঠিন পরিশ্রমের কোনও দাম নেই।"